
shershanews24.com
প্রকাশ : ১০ মে, ২০২৫ ০৪:৪৭ অপরাহ্নশীর্ষ নিউজ ডেস্ক :
রোহিত শর্মার পরে এবার অবসরের সিদ্ধান্ত জানিয়েছেন ভারতের সর্বকালের সেরাদের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি।
লাল বলের ক্রিকেটে নিজের শেষটা দেখে ফেলেছেন ভারতীয় এই ব্যাটার। ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) জানিয়েছেন বিরাট কোহলি। আগামী জুনে পাঁচ ম্যাচের সিরিজ খেলতে ভারতীয় দলের ইংল্যান্ড সফরের আগে এ সিদ্ধান্ত জানান তিনি।
গত এক মাস ধরে কোহলি এই বিষয়ে বিসিসিআইয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন বলে জানিয়েছে জনপ্রিয় ক্রিকেট-বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো।
আগামী ২০ জুন থেকে ৫ আগস্টের মধ্যে ইংলিশদের বিপক্ষে পাঁচটি টেস্ট খেলতে ভারত। ধারণা করা হচ্ছে, এই সফরে কোহলিকে স্কোয়াডে রাখা হতে পারে। তবে কোহলি যদি নিজের সিদ্ধান্তে অটল থাকেন, তাহলে ১৪ বছরের এক গৌরবময় ক্যারিয়ারের ইতি ঘটবে। যেখানে তিনি ১২৩টি টেস্টে, যার ৬৮টি অধিনায়ক হিসেবে খেলে ৪৬.৮৫ গড়ে করেছেন ৯ হাজার ২৩০ রান।
যদিও টেস্টে কোহলির সময়টা এবারেই ভালো যাচ্ছেনা। সর্বশেষ ২০২৪ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থ টেস্টে অপরাজিত ১০০ রানের ইনিংসটি ছিল ২০২৩ সালের জুলাইয়ের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট শতক।
২০১৯ সালে কোহলির ব্যাটিং গড় ৫৫.১০ পর্যন্ত উঠেছিল। ওই সময় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পুনেতে ক্যারিয়ারসেরা ২৫৪* রানের ইনিংস খেলেছিলেন তিনি। কিন্তু গত ২৪ মাসে সেই গড় নেমে এসেছে ৩২.৫৬ তে।
কোহলির খারাপ দিনেও বোর্ড, পরিচালনা পর্ষদ ও নির্বাচকরা মনে করছেন, এই সফরে তার অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। বিশেষ করে ভারত নতুন অধিনায়কের অধীনে খেলার কারণে।
রোহিত শর্মার আগে ভারতের টেস্ট অধিনায়ক ছিলেন কোহলি। তার অধীনে ভারত ৬৮ ম্যাচে ৪০টি জিতেছিল, হেরেছিল মাত্র ১৭টি। ৪০টি জয় কোহলিকে ভারতের ইতিহাসে সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক হিসেবে প্রতিষ্ঠিত করে। যেখানে মহেন্দ্র সিং ধোনির ছিল ৬০ ম্যাচে ২৭ জয়ের রেকর্ড। আর সৌরভ গাঙ্গুলির ছিল ৪৯ ম্যাচে ২১ জয়।
শীর্ষনিউজ/এনআরএফ