রবিবার, ১১-মে ২০২৫, ০৪:০৩ পূর্বাহ্ন
  • জাতীয়
  • »
  • জরুরি বৈঠকে উপদেষ্টা পরিষদ, যমুনায় চোখ ছাত্র-জনতাসহ রাজনৈতিক দলগুলোর

জরুরি বৈঠকে উপদেষ্টা পরিষদ, যমুনায় চোখ ছাত্র-জনতাসহ রাজনৈতিক দলগুলোর

shershanews24.com

প্রকাশ : ১০ মে, ২০২৫ ০৮:৫০ অপরাহ্ন

শীর্ষনিউজ, ঢাকা: জরুরি বৈঠকে বসেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। শনিবার রাত ৮টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শুরু হয়। 

উপদেষ্টা পরিষদের একটি সূত্র বৈঠক শুরুর বিষয়টি নিশ্চিত করেছে।


সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্রজনতা স্বৈরশাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি জানাচ্ছে। বৃহস্পতিবার রাতভর প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে বিক্ষোভ করে এনসিপি। শুক্রবার রাজধানীর শাহবাগে অবস্থান নেন এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী।  শনিবার শাহবাগে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করছে ছাত্র-জনতা। 

এমন পরিস্থিতিতে এখন যমুনায় চোখ ছাত্র-জনতাসহ রাজনৈতিক দলগুলোর।

এদিকে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম শনিবার বিকেলে যশোরের কেশবপুরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “আজ শনিবার রাতে জরুরি বৈঠকে বসছে উপদেষ্টা পরিষদ। আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে আলোচনা করতেই এই বৈঠক ডাকা হয়েছে।”


শীর্ষনিউজ/ফারুক