
shershanews24.com
প্রকাশ : ০৬ মে, ২০২৫ ০৫:২২ অপরাহ্নশীর্ষনিউজ, ঢাকা: দীর্ঘসময় ধরে ক্রিকেটের ছায়ায় ঢাকা পড়েছিল দেশের ফুটবল। অবশেষে প্রবাসী ফুটবলারদের আগমনে দেশের ফুটবলে বেজেছে নতুন দিনের সুর। আবার ক্রিকেটকে পাশ কাটিয়ে ফুটবল নিয়ে আগের মতো উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে দেশের ক্রীড়াপ্রেমীদের মধ্যে।
আগামী জুনে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। জাতীয় দলের হয়ে দেশের মাটিতে এটাই হতে যাচ্ছে প্রিমিয়ার লিগ খেলা ফুটবলার হামজা চৌধুরীর প্রথম ম্যাচ। এই ম্যাচটিকে ঘিরে দেশের ফুটবলপ্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে।
ম্যাচের আগে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের দিয়ে জাতীয় দলের নতুন জার্সির প্রচারণা সারছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শিগগিরই হামজাদের এই জার্সি সমর্থকদের জন্য উন্মুক্ত হবে। আর সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের টিকিটের জন্যও উন্মুখ হয়ে আছেন ফুটবলপ্রেমীরা।
বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম সিঙ্গাপুর ম্যাচের টিকিট নিয়ে কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। তিনি বলেন, ‘আমরা ২০ মের ভেতর চেষ্টা করব টিকিট ছাড়ার। কম্পিটিশন কমিটি থেকে বিভিন্ন প্রস্তাব এসেছে। বাকিটা সভাপতি সিদ্ধান্ত নেবেন। প্রাথমিকভাবে সাধারণ দর্শকদের জন্য ন্যূনতম টাকা ৩০০ থেকে ৫০০-এর মধ্যে করার আলোচনা চলছে। ম্যাচগুলোকে আমরা রাজস্ব আয়ের ভালো সুযোগ হিসেবে নিচ্ছি।’
বাংলাদেশের নতুন জার্সি নিয়ে এই বাফুফে কর্তা বলেন, ‘প্রথমবারের মতো আমাদের একটা অ্যাওয়ে কিট উন্মোচন হয়েছে। এখন হোম কিট উন্মোচন করার সময় এসেছে। আমি চাচ্ছি, এটি ম্যাচের দুই সপ্তাহ আগে বাজারে আসে। সমর্থকেরা যেন এটা পরে খেলা দেখতে আসতে পারে। জার্সি বিক্রি থেকে আমরা কিছু অর্থ পেয়ে থাকি।’
প্রসঙ্গত, এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতি হিসেবে ৫ জুন একটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশ দলের। সব ঠিক থাকলে দুটি ম্যাচই হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে।
শীর্ষনিউজ