শুক্রবার, ০৯-মে ২০২৫, ১০:২৩ অপরাহ্ন
  • খেলা
  • »
  • পিএসএল ও বাংলাদেশ সিরিজ নিয়ে জরুরি সভা ডেকেছে পাকিস্তান বোর্ড

পিএসএল ও বাংলাদেশ সিরিজ নিয়ে জরুরি সভা ডেকেছে পাকিস্তান বোর্ড

shershanews24.com

প্রকাশ : ০৮ মে, ২০২৫ ০৪:১৬ অপরাহ্ন

শীর্ষনিউজ, ঢাকা: পাকিস্তান সুপার লিগের বাকি ম্যাচগুলো নিয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে এবং কিছুদিন পর বাংলাদেশ সিরিজ নিয়ে পরিকল্পনা কী, সেই বিষয়ে আলোচনা করতে আজ বৃহস্পতিবার জরুরি সভা ডেকেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে এই সভা অনুষ্ঠিত হবে।

ভারতের সঙ্গে সংঘাত শুরু হয়েছে পাকিস্তানের। এই পরিস্থিতিতে পিএসএলের ম্যাচগুলো চালিয়ে নেওয়া কতটুকু যৌক্তিক, সেটিই আলোচনা করা হবে সভায়। তাছাড়া বাংলাদেশের বিপক্ষে আসন্ন হোম সিরিজেও কী ব্যবস্থা নেওয়া হবে সেটি আলোচনায় উঠে আসবে। সভায় পিএসএলের ফ্র্যাঞ্চাইজি মালিকদের ডাকা হয়েছে। 

পিসিবির সূত্রের বরাত দিয়ে পাকিস্তানি গণমাধ্যমগুলো জানায়, যেকোনো ঝামেলা এড়াতে বেশ কয়েকটি বিকল্প বিবেচনা করছে পিসিবি। পিএসএলের বাকি ম্যাচগুলো স্থানান্তরের সম্ভাবনা আছে। তবে সেটি লজিস্টিকাল সুবিধার ওপর নির্ভর করছে। পিএসএলের পরের ম্যাচগুলো করাচিতে সরিয়ে নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে। 

রাওয়ালপিন্ডিতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে করাচি কিংস এবং পেশোয়ার জালমির মধ্যে আজকের নির্ধারিত ম্যাচটি অন্য কোনো দিন আয়োজন করা হতে পারে। সভায় বৈঠকে আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিরাও অন্তর্ভুক্ত থাকবেন।

উল্লেখ্য, পিএসএলের চলমান দশম আসর এরই মধ্যে শেষের দিকে। আর মাত্র চারটি গ্রুপপর্বের ম্যাচ এবং চারটি প্লে-অফ ম্যাচ বাকি আছে। টুর্নামেন্টের ২৭তম ম্যাচটি আজ রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে পেশোয়ার জালমি এবং করাচি কিংসের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শীর্ষনিউজ