শুক্রবার, ০৯-মে ২০২৫, ১০:২৬ অপরাহ্ন
  • খেলা
  • »
  • পাপন ও তার স্ত্রীর সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক

পাপন ও তার স্ত্রীর সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক

shershanews24.com

প্রকাশ : ০৫ মে, ২০২৫ ০৬:১৪ অপরাহ্ন

শীর্ষনিউজ, ঢাকা: বিসিবির সাবেক প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় ৮০০ কোটি টাকা সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়া দুদকের অনুসন্ধানে পাপন দম্পতির প্রায় ৩৩ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ মিলেছে। দুদক তাদের দুজনের নামে দুটি মামলা দায়ের করেছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক আলোচিত-সমালোচিত এই সভাপতি একযুগের বেশি সময় দায়িত্ব পালন করেছেন বিসিবির। তবে তার বিরুদ্ধে দুর্নীতি অনিয়ম করে বিসিবির শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আসে দুদকে।

এর আগে গত ২৮ এপ্রিল পাপনের দুর্নীতি খোঁজে পূর্বাচলে স্টেডিয়ামে নির্মাণ, বিপিএলের খরচ, আইসিসির বৈশ্বিক টুর্নামেন্টে ব্যয়, বিদেশি কোচ নিয়োগে খরচসহ ২৭ ধরনের নথি তলব করে বিসিবিতে চিঠি দেয় দুদক।

পাপন এছাড়াআওয়ামী লীগের হয়ে বেশ কয়েকবার সংসদ সদস্যও হয়েছেন। সবশেষ তিনি ক্রীড়ামন্ত্রীও হয়েছেন। তার বিরুদ্ধে এমপি থাকা অবস্থায় অর্থ লুটপাটের অভিযোগ অনুসন্ধানে নেমে অবৈধ সম্পদ ও সন্দেহজনক লেনদেনের প্রমাণ পায় দুদক।

শীর্ষনিউজ