বুধবার, ২১-মে ২০২৫, ০৭:৪১ অপরাহ্ন
  • রাজনীতি
  • »
  • কাকরাইলে সড়ক অবরোধ করে ইশরাক সমর্থকদের অবস্থান

কাকরাইলে সড়ক অবরোধ করে ইশরাক সমর্থকদের অবস্থান

shershanews24.com

প্রকাশ : ২১ মে, ২০২৫ ১২:০৪ অপরাহ্ন

শীর্ষনিউজ, ঢাকা : বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে এবার রাজধানীর কাকরাইল ও মৎস্য এলাকায় অবস্থান নিয়েছেন তার সমর্থকেরা।

গত ১৪ মে থেকে কর্মসূচি পালন করছেন ইশরাক সমর্থকেরা। মঙ্গলবার তার সমর্থকেরা ঘোষণা দিয়েছেন, বিএনপি নেতা ইশরাক হোসেনকে বুধবার সকাল ১০টার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানো না হলে, আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

পাশাপাশি ডিএসসিসি এলাকার সব নাগরিক সেবা বন্ধ করে দেওয়ারও হুঁশিয়ারি আসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্মচারী ইউনিয়নের কাছ থেকে।

দাবি আদায় না হওয়ায় বুধবার সকাল দশটার পর নগর ভবনের সামনে থেকে চলে আসেন ইশরাক সমর্থকরা। তারপর তারা মৎস্যভবন ও কাকরাইল এলাকায় অবস্থান নেন।

ইশরাক হোসেনের একজন সমর্থক বলেন, ‘আজ ১০টা পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। কিন্তু সরকার আমাদের দাবি পূরণে কোনো ব্যবস্থা নেয়নি। এ কারণে আজ আলাদা আলাদা জায়গায় আমরা অবস্থান নিয়েছি। দাবি আদায় করেই ছাড়ব।’

টানা সপ্তম দিনের মতো অবস্থান কর্মসূচির কারণে নগর ভবন কার্যত অচল হয়ে পড়েছে। সেখানে কোনো ধরনের দাপ্তরিক কাজ হচ্ছে না। দুর্ভোগে পড়েছেন সেবা নিতে আসা লোকজন। স্থানীয় সরকার বিভাগের অফিস নগর ভবনে থাকায়, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কার্যালয়ে আসতে পারছেন না।

শীর্ষনিউজ/এনআরএফ