বুধবার, ২১-মে ২০২৫, ১১:৩৮ অপরাহ্ন
  • রাজনীতি
  • »
  • ইসি এখন বিএনপির দলীয় কার্যালয়ে পরিনত হয়েছে : নাসীরুদ্দীন পাটোয়ারী

ইসি এখন বিএনপির দলীয় কার্যালয়ে পরিনত হয়েছে : নাসীরুদ্দীন পাটোয়ারী

shershanews24.com

প্রকাশ : ২১ মে, ২০২৫ ০৫:৩৬ অপরাহ্ন

শীর্ষনিউজ, ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারী বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) আর সাংবিধানিক প্রতিষ্ঠান নেই। এটি এখন বিএনপির দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে।

বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ের সামনে এনসিপির বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন নাসীরুদ্দীন পাটোয়ারী। নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে এই কর্মসূচি করে এনসিপি।

নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ‘ইসি এখন আর কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এক্সিস্ট করে না। এটি বিএনপির একটি দলীয় কার্যালয় হিসেবে উপস্থিত হয়েছে। এটা বিএনপির একটা মুখপাত্র হিসেবে আবির্ভূত হয়েছে।’

অন্তর্বর্তী সরকারকে ক্ষমতা দিয়েছে জনগণ, এই সরকার জনগণের রক্তের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে বলে মন্তব্য করেন নাসীরুদ্দীন পাটোয়ারী। অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘রক্তের ম্যান্ডেটে বসে আপনারা বিএনপির পক্ষে কাজ করতে পারেন না। আপনারা বিএনপির কাছে নগর ভবন ছেড়ে দিতে পারেন না। আপনারা বিএনপির কাছে দলীয় কার্যালয় হিসেবে ইলেকশন কমিশন ছেড়ে দিতে পারেন না।’

নির্বাচন কমিশনে নিজেদের লোক বসিয়ে বিএনপি নিজেদের ৩১ দফার কথা ভুলে গেছে বলে মন্তব্য করেন নাসীরুদ্দীন পাটোয়ারী। তিনি বলেন, ‘৩১ দফা হলো জনগণকে বোকা বানানোর কিছু কাগজপত্র।’

ইসিসহ সারা দেশের বিভিন্ন প্রতিষ্ঠান বিএনপি দখল করেছে বলে অভিযোগ করেন নাসীরুদ্দীন পাটোয়ারী। জনগণের করের টাকায় চলা এসব প্রতিষ্ঠানকে দখলমুক্ত করতে তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। নাসীরুদ্দীন পাটোয়ারি বলেন, ‘যদি আপনারা না করতে পারেন, তাহলে উপদেষ্টা প্যানেলে যারা বিএনপির রয়েছে, তাদের আপনারা দ্রুত গতিতে বের করে দিন।

বিএনপিপন্থী উপদেষ্টারা এসি রুমে বসে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের বিপক্ষে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন নাসীরুদ্দীন পাটোয়ারী। তিনি বলেন, ‘কেউ করছে বিচারালয়ে, কেউ করছে অর্থ মন্ত্রণালয়ে, আর কেউ করছে শিক্ষা মন্ত্রণালয়ে।’

বিএনপি লাশের রাজনীতি শুরু করেছে বলে মন্তব্য করেন নাসীরুদ্দীন পাটোয়ারী। তিনি বলেন, বিএনপি নেতা সালাহউদ্দীন আহমেদের বক্তব্য গণ-অভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল। তিনি ভারতের প্রেসক্রিপশনে দেশে মুজিববাদী সংবিধান রাখার জন্য কাজ করছেন।

নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, তাঁদের দাবির পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। কিন্তু সংবিধান নিষিদ্ধ হয়নি। সংবিধান নিষিদ্ধের জন্য তারা সংবিধান পোড়ানো কর্মসূচি করবেন। বাংলাদেশে কোনো মুজিবীয় সংবিধান থাকবে না।

ইসিকে পুনর্গঠন করার পর সংস্থাটির সক্ষমতা প্রমাণে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান এনসিপির এই মুখ্য সমন্বয়কারী।
বেলা সোয়া দুইটার দিকে আজকের মতো কর্মসূচি শেষ হয়। এনসিপির নেতাদের পক্ষ থেকে বলা হয়, দাবি আদায়ে তাঁদের কর্মসূচি চলবে।

শীর্ষনিউজ/বান্না