
shershanews24.com
প্রকাশ : ২১ মে, ২০২৫ ০৭:২০ অপরাহ্নশীর্ষনিউজ, জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটকের পাশে ফুটকোর্ট চত্তরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২১ মে) বিশ্ববিদ্যালয় বৃক্ষরোপন কমিটির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম ও কোষাধ্যক্ষ ড. সাবিনা শরমিন।
বৃক্ষরোপন কর্মসূচি সম্পর্কে উপাচার্য রেজাউল করিম বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পুরান ঢাকার বুকে অবস্থিত। এখানে সবুজায়নের গুরুত্ব অপরিসীম। আমাদের ক্যাম্পাসের যে যে জায়গায় গাছ লাগানোর মত পরিবেশ আছে সবখানে আমরা আরো গাছ লাগাবো।
এসময় আরো উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. বিলাল হোসাইন এবং গবেষণা সেলের পরিচালক অধ্যাপক ড. ইমরানুল হক।
বৃক্ষ রোপণ কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. কাজী শাখাওয়াত হোসেন, সদস্য সচিব প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, সদস্য অধ্যাপক ড. নাহিদ, পরিবহন প্রশাসক ড. তারেক বিন এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. শাহরিয়ার আহম্মাদ সহ অন্যান্য শিক্ষকবৃন্দ ও বিশ্ববিদ্যালয় সবুজ সংঘের সদস্যবৃন্দ।
এসময় উপস্থিত শিক্ষকদের বাদাম গাছ, ফুল গাছ, টেকনা গাছ সহ বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করতে দেখা যায়।
শীর্ষনিউজ/প্রতিনিধি/এ. সাঈদ