
shershanews24.com
প্রকাশ : ০৯ মে, ২০২৫ ০৪:০৫ অপরাহ্নশীর্ষনিউজ, ডেস্ক: উচ্চশিক্ষার্থে জাপানে পাড়ি জমানোর স্বপ্ন দেখেন অনেক শিক্ষার্থী। তাদের জন্য প্রতিবছর জাপান স্টাডি সাপোর্ট স্কলারশিপ দেয়া হয়। এরই মধ্যে চলতি বছরের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এই বৃত্তির আওতায় মিলবে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার সুযোগ এবং আকর্ষণীয় আর্থিক সহায়তা।
উন্নত গবেষণা সুবিধা, প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা, নিরাপদ জীবনযাত্রা এবং আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় জাপানকে বিশ্বব্যাপী উচ্চশিক্ষার্থীদের কাছে জনপ্রিয় করে তুলেছে। প্রতিবছর বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে বহু শিক্ষার্থী পাড়ি জমাচ্ছেন এই উন্নত দেশে উচ্চশিক্ষা গ্রহণে। জাপান বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ। এখানকার বহু আন্তর্জাতিক প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক প্রতিষ্ঠান উচ্চশিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করে।
স্টাডি সাপোর্ট বৃত্তির সুযোগ-সুবিধা
৫ লাখ জাপানিজ ইয়েন অর্থ সহায়তা
জাপানের বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ
জীবনযাপন ও শিক্ষা ব্যয়ের সহায়তা
আবেদনের যোগ্যত
প্রার্থীকে অবশ্যই সেপ্টেম্বর-নভেম্বর ২০২৫ সেশনে স্নাতক বা স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি হতে হবে
জাপান স্টাডি সাপোর্টে ‘মাই পেজ’ নিবন্ধন থাকতে হবে
ইংরেজি ও জাপানিজ ভাষায় দক্ষতা থাকতে হবে
প্রার্থীর জাপানি নাগরিকত্ব থাকা যাবে না
আবেদনের পদ্ধতি: আগ্রহীরা অনলাইনে নির্ধারিত লিংকে গিয়ে আবেদন করতে পারবেন
আবেদনের শেষ তারিখ: ৩১ অক্টোবর ২০২৫
শীর্ষনিউজ