শনিবার, ১০-মে ২০২৫, ০১:২০ পূর্বাহ্ন

৪৪ কলেজ শিক্ষককে বদলি

shershanews24.com

প্রকাশ : ০৯ মে, ২০২৫ ০৩:৫৬ অপরাহ্ন

শীর্ষনিউজ, ঢাকা: দেশের বিভিন্ন কলেজে কর্মরত ৪৪ জন শিক্ষককে বদলি করেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৮ মে) মন্ত্রণালয়ের ওয়েব সাইটে এ তথ্য প্রকাশিত হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-১ শাখার উপসচিব মোছা. শাম্মী আক্তার প্রকাশিত প্রজ্ঞাপনে সই করেন।

এতে বলা হয়েছে, ‘বিসিএস (শিক্ষা) ক্যাডারের ৪৪ জন শিক্ষককে পুনরাদেশ না দেয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি বা পদায়ন করা হলো।’

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বদলি অথবা পদায়নকৃত কর্মকর্তারা আগামী ২০ মে এর মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করবেন।রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

শীর্ষনিউজ