০২:২৮ পূর্বাহ্ন শুক্রবার, ২৩-মে ২০২৫

মেহেরপুরে কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন

প্রকাশ : ২২ মে, ২০২৫ ০৭:১৩ অপরাহ্ন

শীর্ষনিউজ, মেহেরপুর: ঔষধ বিক্রয়ে কমিশন বৃদ্ধি করা ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেয়া এবং প্রতিস্থাপন করা সহ চার দফা দাবিতে মেহেরপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে  কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি। বৃহস্পতিবার (২২ মে) দুপুরের দিকে  মেহেরপুর ওয়াপদার মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। নেতৃত্ব দেন মেহেরপুর জেলার কেমিস্টস এন্ড ড্রাগিষ্টস সমিতির সভাপতি আব্দুল লতিব। 

বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি মেহেরপুর জেলা শাখার সহ-সভাপতি রাকিবুল হাসান (রন), মুজিবনগর উপজেলা শাখার সহ-সভাপতি কাজী খয়রুদ্দীন আহাম্মেদ,নির্বাহী সদস্য মতিউর রহমান, আমিনুল ইসলাম সেন্টু, বাবর আলী, আসিফ আল মোনায়েম সহ কেমিস্টস এন্ড ড্রাগিস্ট সমিতির সদস্যরা মানববন্ধনে অংশগ্রহণ করেন।

সংগঠনটির অন্য দাবি গুলো হলো, ড্রাগ লাইসেন্স বিহীন ফার্মেসিতে ওষুধ কোম্পানি কর্তৃক ওষুধ সরবরাহ বন্ধ করা। সকল ঔষধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ করা।  এই দাবিগুলো আদায় না হলে কঠিন কর্মসূচি দিবেন বলে হুশিয়ারি দেন মানববন্ধনকারীরা।

শীর্ষনিউজ/এ. সাঈদ