০৬:৩৬ অপরাহ্ন সোমবার, ১২-মে ২০২৫

ফুলবাড়ীতে জমিজমার বিরোধে সংঘর্ষ, আহত ১

প্রকাশ : ১১ মে, ২০২৫ ০৪:৫৭ অপরাহ্ন

শীর্ষনিউজ, দিনাজপুর: ফুলবাড়ী উপজেলার পৌর এলাকার পূর্ব গৌরীপাড়ায় জমিজমার বিরোধকে কেন্দ্র করে আনোয়ারুল কাদির নামে একজনকে পিটিয়ে আহত করা হয়েছে। আনোয়ারুল কাদির স্থানীয় মৃত আব্দুল জব্বারের পুত্র।

ফুলবাড়ী থানায় দায়েরকৃত অভিযোগসূত্রে জানা যায়, আনোয়ারুল কাদিরের পিতার মৃত্যুর পর ওয়ারিশ সুত্রে পাওয়া পুকুর ও পুকুরের পাড় ভোগ দখল করতে আসলে,  প্রতিপক্ষ একই গ্রামের আলতাফ হোসেন তার দলবল নিয়ে আনোয়ারুল কাদিরের বাড়ীতে হামলা করে। একইসঙ্গে বাগানের গাছপালা কেটে নিয়ে যায় প্রতিপক্ষ। এসময় বাধা দিলে আনোয়ারুল কাদিরকে মারপিট করে আলতাফ হোসেন গংরা।  

আহত আনোয়ারুল কাদিরকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসা হলে তার অবস্থার অবনতি ঘটে। এরপর কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজে স্থানান্তর করেন।

এই ঘটনায় আনোয়ারুল কাদির আলতাব হোসেনসহ ৬জনকে বিবাদী করে ফুলবাড়ী থানায় অভিযোগ দায়ের করেন।

প্রতিপক্ষ আলতাব হোসেন এর সাথে কথা বললে তিনি বলেন, পুকুরের পাড়ে শত শত কবর রয়েছে, সেই কবরগুলি রক্ষা করতে আমরা গ্রামবাসীরা তাকে বহুবার বলেছি কিন্তু তিনি কোন গুরুত্ব দেন নি। তাই আমরা পুকুরের পাড় নিয়ন্ত্রণে নিয়েছি।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এ.কে.এম খন্দকার মহিববুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


শীর্ষনিউজ/ইমরান