১২:০৩ অপরাহ্ন সোমবার, ১২-মে ২০২৫

চার জেলায় বজ্রপাতে ১০ জনের প্রাণহানি

প্রকাশ : ১১ মে, ২০২৫ ০৭:৫১ অপরাহ্ন

শীর্ষ নিউজ,  ডেস্ক : দেশের চার জেলায় বজ্রপাতে ১০ জনের প্রাণহানি ঘটেছে। । এদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় ৫, কিশোরগঞ্জে ৩, চাঁপাইনবাবগঞ্জ ও হবিগঞ্জে একজন মারা গেছেন।  জেলা সংবাদদাতের পাঠনো খবর-

ব্রাহ্মণবাড়িয়া : জেলার নাসিরনগর ও আখাউড়ার পৃথক স্থানে বজ্রপাতে পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন নারী। নিহতরা হলেন- শামসুল হুদা (৬৫), আব্দুর রাজ্জাক (৪০), জাকিয়া বেগম (৮), মো. সেলিম মিয়া (৬৪) ও মো. জমির খান (২২)। এসময় হামিদা বেগম (৪৫) নামে এক নারী গুরুতর আহত হয়েছেন।

কিশোরগঞ্জ : জেলার পৃথক স্থানে তিনজন নিহত হয়েছেন। তারা হলেন, সদর উপজেলার শ্রীনগর গ্রামের ইউনুস মিয়ার ছেলে ফয়সাল মিয়া (২৮) ও রসুলপুর গ্রামের আফছর উদ্দিন মিয়ার ছেলে ফারুক মিয়া (৬৫) ও কুলিয়ারচর উপজেলার হাজারিনগর গ্রামের সফিকুল ইসলাম সফু মিয়ার ছেলে কবির মিয়া (২৫)। এছাড়া আহত হয়েছেন জেলার হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া গ্রামের আবু বকর (৬০)।

চাঁপাইনবাবগঞ্জ : সদর উপজেলার বুলনপুর গ্রামে বজ্রপাতে মো.কাইমুল (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। 

হবিগঞ্জ : জেলার আজমিরীগঞ্জে ড্রেনে গোসল করার সময় বজ্রপাতে সাজু মিয়া (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কাকাইলছেও ইউনিয়নের ডেমিকান্দি গ্রামের তজম আলী মিয়ার ছেলে।

শীর্ষ নিউজ/ প্রতিনিধি/ এনআরএফ