১২:৩০ পূর্বাহ্ন বুধবার, ২১-মে ২০২৫

রৌমারীতে টানা বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত, নদী ভাঙ্গনে দিশেহারা এলাকাবাসী

প্রকাশ : ২০ মে, ২০২৫ ০৬:২৬ অপরাহ্ন

শওকত মণ্ডল, কুড়িগ্রাম: কয়েকদিনের টানা বর্ষণে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে গিয়েছে। ফলে তলিয়ে গেছে পাঁকা ধান, শাক সবজি, তিল, মরিচসহ বিভিন্ন ফসলি জমি। দেখা দিয়েছে নদী ভাঙ্গন। এতে হতাশা ও আতঙ্কে আছেন কৃষক এবং নদী পাড়ের বাসিন্দারা। 
সরেজমিনে গিয়ে দেখা যায়, কয়েকদিনের টানা বর্ষণে উপজেলার বড়াইবাড়ী, ইজলামারী, চুলিয়ারচর, ধনারচর, কাশিয়াবাড়ী, চরবোয়ালমারী, গয়টাপাড়া, খাটিয়ামারি, ভূন্দরচর ও ছড়ারতলি সহ বেশ কিছু এলাকায় নিম্নাঞ্চল বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। ফসল রক্ষার তাগিদে বুক পানিতে নেমে অর্ধেক পাঁকা ধান কাটছে কৃষকরা।
ইজলামারী গ্রামের জাবেদ, সুরমান, আব্দুল কাদের কাশিয়াবাড়ী গ্রামের জলিল, নওশাদ বড়াইবাড়ী গ্রামের সামছুল, কুদ্দুস, জহুরুল ইসলাম বলেন অধিক পরিশ্রম ও খরচে ইরি, বোরো চাষ করেছি। কয়েক দিনের টানা বর্ষণে পাঁকা ধান তলিয়ে গেছে। বেশি ক্ষতি থেকে রক্ষা পেতে শ্রমিকের দ্বিগুণ মজুরি দিয়ে অর্ধেক পাঁকা ধান কেটে নিতে হচ্ছে। একে অতিরিক্ত মজুরি দিয়ে ধান কাটতে হচ্ছে, অন্য দিকে এমন ধান কাটলে ফলন কম হবে।
এছাড়া ভারি বর্ষণ ও উজানের ঢলে ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হয়েছে চরাঞ্চল। তলিয়ে গেছে কাউন, তিল, মরিচসহ বিভিন্ন ফসল। বর্ষার শুরুতেই ব্রহ্মপুত্র নদে প্রবল স্রোতের ফলে ভাঙ্গন আতঙ্কে রয়েছে এলাকাবাসী। ব্রহ্মপুত্র নদে আগাম ভাঙ্গন রোধে ব্যবস্থা না নিলে বিলিন হয়ে যাবে পাড়ের জমিজমা ও বসতভিটা।
সোনাপুর, ঘুঘুমারি, খেদাইমারী, পালেরচর, ফলুয়ারচর, ধনারচর সরেজমিনে গিয়ে দেখা যায় ভাঙন আতঙ্কে হতাশা ও ভয়ে আহাজারি করছেন নদীপাড়ের বাসিন্দারা।
এ বিষয়ে কুড়িগ্রাম জেলা পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলীর সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি। 
রৌমারী উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, কয়েক দিনের টানা বৃষ্টির ফলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে অনেক পাকা ধান তলিয়ে গেছে এবং শাক সবজিও নষ্ট হয়ে গেছে। আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি কমপক্ষে ধান গুলি কেটে নিতে। যাতে ক্ষতির পরিমাণ কম থাকে।


শীর্ষনিউজ/এ. সাঈদ