শীর্ষনিউজ, চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারীতে পারিবারিক বিরোধের জেরে মানিক (৩৫) নামের মানসিক ভারসাম্যহীন এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের পরিবারের দায়ের করা মামলার ভিত্তিতে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৯ মে) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের আহমদিয়া পাড়ায় মুকুম তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মানিক ওই এলাকার মরহুম জামালের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার আগের দিন রোববার মানিকের সাথে স্থানীয় তৌহিদের কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।
মানিকের পরিবারের লোকজনের অভিযোগ, এ ঘটনার জের ধরে রাতের আঁধারে মানিককে ধরে নিয়ে পিটিয়ে রাস্তায় রেখে যায়। পরে স্থানীয়রা তাকে রাস্তায় আহত অবস্থায় পড়ে থাকতে দেখে এবং রাস্তায় তার মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার পেছনে পারিবারিক বিরোধ এবং পূর্বের শত্রুতার প্রভাব রয়েছে। ঘটনার তদন্ত চলছে, অপরাধে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
হাটহাজারী মডেল থানার ডিউটি অফিসার নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। পুলিশ দুজনকে গ্রেফতার করেছে।
শীর্ষনিউজ/এ. সাঈদ