০৫:৩৬ পূর্বাহ্ন বুধবার, ২১-মে ২০২৫

মেহেরপুরে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশ : ২০ মে, ২০২৫ ০৫:১৪ অপরাহ্ন

শীর্ষনিউজ, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলায় গ্রাম আদালত বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০মে) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। 

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ, শেখ মোজবাহ উদ্দীন, মহিলা বিষয়ক অধিদফতরের উপপরিচালক (অতিঃ দাঃ) নাসিমা খাতুন, উপজেলা সমাজসেবা অফিসার আনিসুর রহমান, এবং গ্রাম আদালত প্রকল্প (৩য় পর্যায়) জেলা ম্যানেজার আসাদুজ্জামান। কর্মশালাটি সঞ্চালনা করেন গ্রাম আদালত প্রকল্প (৩য় পর্যায়) উপজেলা সমন্বয়কারী আলমগীর কবির।

প্রশিক্ষণে কুতুবপুর ও শ্যামপুর ইউনিয়ন পরিষদের সদস্যগণ অংশগ্রহণ করেন। এসময় গ্রাম আদালতের গঠন, এখতিয়ার (ধারা ৬), ক্ষমতা (ধারা ৭), ফৌজদারি ও দেওয়ানি মামলার বিচারযোগ্যতা (ধারা ৩), আদালত গঠনের আবেদন, সমন জারি, শুনানি ও সিদ্ধান্ত গ্রহণ, ক্ষতিপূরণ ও জরিমানা আদায়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এছাড়াও ভিডিও প্রদর্শনীর মাধ্যমে অংশগ্রহণকারীদের গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে বাস্তবধর্মী ধারণা প্রদান করা হয়।

এ প্রশিক্ষণের মাধ্যমে ইউনিয়ন পরিষদের সদস্যগণ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে আরও সচেতন ও দক্ষ হবেন বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

শীর্ষনিউজ/এওয়াই