০৭:৩৫ অপরাহ্ন রবিবার, ২৫-মে ২০২৫

রাঙ্গামাটিতে বিএফডিসির অভিযানে অবৈধ মাছ জব্দ

প্রকাশ : ২৫ মে, ২০২৫ ০১:৫৩ অপরাহ্ন

শীর্ষনিউজ, রাঙামাটি: দক্ষিণ এশিয়ার বৃহত্তম কৃত্রিম হ্রদ কাপ্তাই হ্রদে মৎস্য শিকারে ১ মে থেকে চলছে তিনমাসের নিষেধাজ্ঞা। কিন্ত নিষেধাজ্ঞা উপেক্ষা করে দেদারছে গোপনে অনেকেই মাছ ধরছে। এ সময়েই বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) অভিযানে বিভিন্ন প্রজাতির ৮০ কেজি মাছ জব্দ করা হয়েছে।

শনিবার (২৪ মে) দুপুরে শহরের বনরূপা বাজার থেকে এ মাছগুলো জব্দ করা হয়। বিএফডিসি সূত্রে জানা যায়, কাপ্তাই হ্রদে মৎস্য শিকারে নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে অবৈধ মৎস্য শিকার, পরিবহন ও বাজারজাতকরণের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। আভিযানে ৪ কেজি পাবদা, ৩০ কেজি কালো টেংরা, ৫ কেজি বাডা, ৪ কেজি ছোট আইড়, ১ কেজি বড় আইড় ও ৩৫ কেজি কাতলা মাছসহ মোট ৮০ কেজি মাছ জব্দ করা হয়।

বিএফডিসি রাঙ্গামাটি অঞ্চলের উপ-ব্যবস্থাপক মোঃ বদরুদ্দোজা বলেন, কাপ্তাই হ্রদে যে পোনা ছাড়া হয়েছে সেগুলোর বৃদ্ধির জন্য ১ মে থেকে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ বন্ধ রয়েছে। তারই প্রেক্ষিতে আমাদের সবগুলো বাজারে নিয়মিত টহল পরিচালনা করা হচ্ছে। দুপুরে এক অভিযানে বনরূপা বাজার থেকে বিভিন্ন প্রজাতির প্রায় ৮০ কেজি মাছ জব্দ করেছি। যার আনুমানিক বাজারমূল্য ৩০ থেকে ৩৫ হাজার টাকা। নিয়ম অনুযায়ী মাছগুলো খোলা বাজারে নিলাম করা হবে।
শীর্ষনিউজ /রাঙ্গামাটি/এসপিআর