শীর্ষনিউজ, মাগুরা: মাগুরা জেলার শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামের এক সন্তানের জননী, বুদ্ধি প্রতিবন্ধী মোছা. শিল্পী বেগমকে (২৫) ধর্ষণের অভিযোগে জনি (২২) এবং রহিম (১৮) নামের দুজনকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশারুল ইসলাম জানান, ঐ ধর্ষণের ঘটনায় জড়িত থাকায় জনি(২২) ও রহিম(১৮) নামে দুই যুবককে আটক করেছে শ্রীপুর থানা পুলিশই । ধর্ষিত উক্ত মহিলাকে চিকিৎসার জন্য মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভার্ত করা হয়েছে। আটকৃতরা হলো উপজেলার জোকা গ্রামের জামাল শেখের ছেলে জনি (২২) ও গাইবান্ধা সদর উপজেলার দূর্গাপুর গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে আব্দুর রহিম (১৮)।
শ্রীপুর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সারঙ্গদিয়া গ্রামের মৃত নহির শেখের মেয়ে স্বামী পরিত্যাক্তা বুদ্ধি প্রতিবন্ধী মোছা. শিল্পী বেগম বুধবার (২১ মে) সকাল ১০টার দিকে জনি ও রহিম তাকে জোরপূর্বক ধর্ষণ করে তার বাড়ির সামনে ফেলে যায়।
ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্ত দুজনকে আটক করলে তারা ঘটনার সত্যতা ও ধর্ষনের বিষয়টি স্বীকার করে। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ দুজনকে বিক্ষুব্ধ জনতার হাত থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে এবং ধর্ষিত মহিলাকে চিকিৎসার জন্য মাগুরা সদর হাসপাতালে প্রেরণ করে।
এলাকাবাসী সূত্রে আরো জানা যায়, উপজেলার জোকা গ্রামের জামাল শেখের ছেলে জনির বিরুদ্ধে এর আগেও ধর্ষন, চুরি ও মাদক কারবারির অভিযোগ রয়েছে।
শীর্ষনিউজ/এ. সাঈদ