বৃহস্পতিবার, ২২-মে ২০২৫, ০৪:১৯ অপরাহ্ন
  • রাজনীতি
  • »
  • ‘মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি’

‘মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি’

shershanews24.com

প্রকাশ : ২২ মে, ২০২৫ ০১:১২ অপরাহ্ন

শীর্ষনিউজ, ঢাকা : ‘মব’ তৈরি করে হাইকোর্টের রায় পরিবর্তনের সুযোগের সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। আজ বৃহস্পতিবার নিজের ভেরফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ মন্তব্য করেন তিনি।

সারজিস আলম তার ওয়ালে লিখেছেন, ‘মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি?’

গত বছরের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। ওই আন্দোলনে নেতৃত্ব দেওয়া প্লাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা ছিলেন সারজিস আলম। আন্দোলনকারী শিক্ষার্থীদের নেতৃত্বে গত ২৮ ফেব্রুয়ারি ঘোষণা করা হয় নতুন রাজনৈতিক দল এনসিপির। এতে অন্যতম শীর্ষ পদে আসেন তিনি।  
শীর্ষনিউজ/এনআরএফ