বৃহস্পতিবার, ২২-মে ২০২৫, ০৬:৩২ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

shershanews24.com

প্রকাশ : ২২ মে, ২০২৫ ০৪:০৫ অপরাহ্ন

মো: আসাদুজ্জামান আসাদ, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বজ্রাঘাতে আলতাফুর রহমান (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

আজ বুধবার (২১ মে) বিকেলে উপজেলার লেহেম্বা ইউনিয়নের গাংগুয়া গ্রামে দুর্ঘটনা ঘটে। নিহত আলতাফুর রহমান ওই গ্রামের মৃত ভূবন আলীর ছেলে।

নিহতের পরিবার স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষক আলতাফুর রহমান বাড়ির পাশে মাঠে ধান কাটার কাজ করছিলেন। হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন বিদ্যুৎ চমকানো শুরু হলে তিনি ধানের আঁটি মাথা নিয়ে বাড়ি ফিরছিলেন। ওই সময় সেখানে বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে সন্ধ্যায় পরিবার স্থানীয়রা তার লাশ উদ্ধার করে বাসায় নিয়ে যায়।

মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন লেহেম্বা ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল মালেক। তিনি আরো জানান, ঘটনায়  এলাকায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

শীর্ষনিউজ/প্রতিনিধি/এমকে