বৃহস্পতিবার, ২২-মে ২০২৫, ০৭:২৮ অপরাহ্ন
  • জেলা সংবাদ
  • »
  • মোংলায় বিএনপির বিরুদ্ধে এনসিপির মামলা: প্রতিবাদে বিএনপির থানা ঘেরাও

মোংলায় বিএনপির বিরুদ্ধে এনসিপির মামলা: প্রতিবাদে বিএনপির থানা ঘেরাও

shershanews24.com

প্রকাশ : ২২ মে, ২০২৫ ০৩:২৩ অপরাহ্ন

শীর্ষনিউজ, বাগেরহাট: বাগেরহাটের মোংলায় বন্দর কেন্দ্রিক শ্রমিক সংগঠন 'শ্রমিক সংঘ' ইস্যুতে বিএনপির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে এনসিপি। গত মঙ্গলবার (২০ মে) রাতে এনসিপির কেন্দ্রীয় শ্রমিক উইং নেতা তিতুমীর চৌকিদার বাদী হয়ে পৌর বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র জুলফিকার আলীসহ ২১জনকে বিবাদী করে এ মামলা দায়ের করেছেন।

 

এর প্রতিবাদে বুধবার বিকেলে পৌর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে থানা ঘেরাও করে বিএনপি নেতা-কর্মীরা। এ সময় বক্তারা ৪৮ঘন্টার মধ্যে মামলা প্রত্যাহারের আল্টিমেটাম দেন। এবং বুধবার রাতের মধ্যে এনসিপির বিরুদ্ধে বিএনপির দায়েরকৃত মামলা রেকর্ডের দাবী জানান। অন্যথায় বিএনপির লাগাতার কর্মসূচিতে মোংলা বন্দর অচল করার হুমকিও দেন। এর ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে বিএনপি দায়ী থাকবেনা বলেন।

 

এদিকে বিএনপির বিরুদ্ধে এনসিপির দায়েরকৃত মামলার প্রতিবাদে বুধবার দুপুরে মোংলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বিএনপি। এতে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মো. এমরান হোসেন। সংবাদ সম্মেলনে এনসিপির দায়ের করা মিথ্যা মামলার প্রত্যাহারের দাবী জানান বিএনপি নেতা-কর্মীরা। একই ঘটনায় বিএনপির বিরুদ্ধে এনসিপির মামলা রেকর্ড করলেও পুলিশ রহস্যজনক কারণে এনসিপির বিরুদ্ধে বিএনপির দায়েরকৃত মামলা রেকর্ড না করায় পুলিশের পক্ষপাতিত্বমূলক আচরণের কঠোর সমালোচনা করেন তারা।

 

উল্লেখ্য, গত ১লা মে শ্রমিক দিবস উদযাপন উপলক্ষে গত ২৯ এপ্রিল মোংলা বন্দর শ্রমিক সংঘ মাঠে পৃথক শ্রমিক সমাবেশ ডাকে বিএনপি ও এনসিপি। এনিয়ে পরিস্থিতি উত্তপ্ত হলে কোনো দলকেই সে সময় সেখানে সমাবেশ করতে দেয়নি প্রশাসন। তবে ওই দিন (২৯ এপ্রিল) বিকেলে শহরে বিএনপি ও এনসিপি পৃথক মিছিল বের করে। পরে সেই মিছিল সংঘর্ষ জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের লোকজন আহত হয়। এ ঘটনায় ওই সময় উভয় পক্ষই থানায় এজাহার দাখিল করেন। কিন্তু পরবর্তীতে মঙ্গলবার (২০মে) রাতে এনসিপির দায়েরকৃত মামলা রেকর্ড করেছে পুলিশ। মামলা রেকর্ডের খবরে বুধবার দুপুরে দ্রুত সংবাদ সম্মেলন করে বিএনপি।

 

শীর্ষনিউজ/প্রতিনিধি/এ. সাঈদ