
shershanews24.com
প্রকাশ : ২০ মে, ২০২৫ ০৭:৫৬ অপরাহ্নশীর্ষনিউজ, ঢাকা: ভারকে পলাতক শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সম্ভাব্য সাক্ষাৎ নিয়ে এবার সরগরম ভারতের রাজধানী দিল্লি। ভারতীয় কূটনৈতিক সূত্র বলছে, চলতি মাসেই জয় দিল্লিতে পৌঁছাতে পারেন, যেখানে ইতোমধ্যে অবস্থান করছেন তার মা শেখ হাসিনা।
দীর্ঘ সময় পর পলাতক মায়ের সঙ্গে এটাই হতে পারে তার প্রথম সরাসরি সাক্ষাৎ।
শেখ হাসিনা ৫ আগস্ট বাংলাদেশে গণআন্দোলনের মুখে দেশ ত্যাগে বাধ্য হন এবং বর্তমানে ভারতে পালিয়ে আছেন। আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে সম্প্রতি নিষিদ্ধ ঘোষণা করার পরপরই জয়ের ভারত সফরের খবরে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে সৃষ্টি হয়েছে নতুন জল্পনা।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে জয়ের ভিসার আবেদন অনুমোদন করেছে। জানা গেছে, দিল্লিতে তার মায়ের সঙ্গে দেখা করার পরিকল্পনা রয়েছে। পরে তিনি কোলকাতায়ও যেতে পারেন, যেখানে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রবাসী নেতাদের সঙ্গে বৈঠক করার সম্ভাবনা আছে।
উল্লেখ্য, সজীব ওয়াজেদ জয় বর্তমানে নিষিদ্ধ আওয়ামী লীগের কোনও সক্রিয় পদে নেই, এবং অতি সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণের জন্য শপথবদ্ধ হয়েছেন।
তবে এমন এক সংকটকালে তার ভারতের সফর এবং সম্ভাব্য রাজনৈতিক আলোচনা গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে যখন দেশে দলটির অনলাইন কার্যক্রমও বন্ধ হয়ে গেছে, তখন জয়ের আগমন নিষিদ্ধ আওয়ামী লীগের ভবিষ্যৎ কৌশল নির্ধারণে বড় প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
শেখ হাসিনার বিরুদ্ধে এখন 'স্বৈরাচারী', 'ফ্যাসিস্ট' ইত্যাদি নানা অভিযোগ তুলে ধরে গণমাধ্যম ও বিশ্লেষকেরা বলছেন—এমন পতনের নজির বাংলাদেশে বিরল। পালিয়ে যাওয়া সরকারের পুরো মন্ত্রিসভা নিয়ে দেশত্যাগ, রাতে ভোটের নামে প্রহসন, এবং ডিজিটাল ভোট ছাপ্পার অভিযোগ এসব নিয়ে হাসিনার বিরুদ্ধে ক্রমেই তৈরি হয়েছে জনরোষ। এ অবস্থায় প্রযুক্তিবিদ পরিচিতিপ্রাপ্ত পুত্র জয়ের ভারত সফর নতুন নাট্যমঞ্চের সূচনা করবে কিনা, তা নিয়ে চলছে নানা আলোচনা।
বিশ্লেষকদের মতে, দিল্লিতে মা-ছেলের এ সাক্ষাৎ শুধু পারিবারিক পুনর্মিলন নয়, বরং বাংলাদেশের রাজনীতির নতুন মোড়ের ইঙ্গিতও বহন করতে পারে।
শীর্ষনিউজ/এওয়াই