
shershanews24.com
প্রকাশ : ২০ মে, ২০২৫ ১০:৫০ অপরাহ্নশীর্ষনিউজ, ঢাকা: আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (আইএফএডি) বাংলাদেশে বন্যা ও খরাপ্রবণ অঞ্চলের গ্রামীণ জনগোষ্ঠীকে সহায়তায় ৭০ মিলিয়ন ডলারের প্রকল্প অনুমোদন করেছে। গত ১৪ মে রোমে অনুষ্ঠিত আইএফএডির ১৪৪ তম নির্বাহী বোর্ড সভায় আনুষ্ঠানিকভাবে অনুমোদন পায় প্রকল্পটি। মঙ্গলবার এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি এ তথ্য জানায়।
প্রকল্পটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) বাস্তবায়ন করবে, যা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনস্থ, এবং এটি অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ERD) কর্তৃক তদারকি করা হবে।
প্রকল্পটির লক্ষ্য হচ্ছে হাওর ও উচ্চ বরিন্দ অঞ্চলের ৩৩টি উপজেলার ১৩.৪ লাখ মানুষকে সহায়তা প্রদান করা। যেখানে প্রায়ই বন্যা, আকস্মিক বন্যা এবং খরার মতো দুর্যোগ দেখা দেয়। CRALEP এই অঞ্চলে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়ন, আয়বর্ধক সুযোগ স¤প্রসারণ, এবং জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করবে।
প্রকল্পটির আওতায় ৩৩৪ কিলোমিটার জলবায়ু সহনশীল গ্রামীণ সড়ক এবং ৫৮টি গ্রামীণ বাজার নির্মাণ করা হবে। যার ফলে দুর্গম অঞ্চলের মানুষের চলাচল ও জরুরি সেবায় প্রবেশাধিকার উন্নত হবে।
এছাড়া ২৪০টি গ্রামে হাঁটার পথ, টিউবওয়েল এবং স্যানিটেশন সুবিধা স্থাপন করা হবে যাতে দৈনন্দিন জীবনযাত্রার মান এবং জনস্বাস্থ্য উন্নত হয়।
বন্যার সময় গবাদি পশুর আশ্রয়ের জন্য ৭২টি উঁচু টিলা তৈরি করা হবে এবং ২৮০টি গ্রামে প্রকৃতিভিত্তিক ঝুঁকি প্রশমন ব্যবস্থা গড়ে তোলা হবে।
শীর্ষনিউজ/এ. সাঈদ