বুধবার, ২১-মে ২০২৫, ০৩:১৯ পূর্বাহ্ন
  • অন্যান্য
  • »
  • কক্সবাজারে প্যারাসেইলিংয়ের সময় ছিটকে পানিতে পড়ে নারী পর্যটক আহত

কক্সবাজারে প্যারাসেইলিংয়ের সময় ছিটকে পানিতে পড়ে নারী পর্যটক আহত

shershanews24.com

প্রকাশ : ২০ মে, ২০২৫ ০৯:৪৫ অপরাহ্ন

শীর্ষনিউজ, ঢাকা: কক্সবাজারের দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিং করার সময় এক দুর্ঘটনায় সমুদ্রের পানিতে ছিটকে পড়ে আহত হয়েছেন এক নারী পর্যটক। 

মঙ্গলবার (২০ মে) দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটির প্যারাসেইলিং কার্যক্রম। প্রশাসনের দাবি, নিয়ম না মেনে ঝুঁকিপূর্ণভাবে পরিচালিত হচ্ছিল প্যারাসেইলিং।

বেলা দুইটার দিকে ঘটনাস্থলে পৌঁছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ‘ফ্লাই এয়ার সি’ নামের প্রতিষ্ঠানের প্যারাসেইলিং কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন জেলা প্রশাসনের পর্যটন শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিজ ইনতেসার।

বেশ কয়েক বছর ধরে সৈকতের দরিয়ানগর ও হিমছড়ি সৈকতে তিনটি প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হচ্ছে প্যারাসেইলিং স্পোর্টস কার্যক্রম। এর মধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে এই অ্যাডভেঞ্চার স্পোর্টস কার্যক্রম। আকাশে ওড়ার এই কসরতে পাখির চোখে নিচের মেরিন ড্রাইভ, সমুদ্রসৈকত, পাহাড়-ঝরনা দেখে আনন্দ উপভোগ করেন পর্যটকেরা।

টিকিটের মূল্য রাখা হয় জনপ্রতি ২ হাজার ও ২ হাজার ৫০০ টাকা। ২ হাজার টাকার টিকিটে সর্বোচ্চ ১০ মিনিট আকাশে ওড়া যায়। আর ২ হাজার ৫০০ টাকার টিকিটে আকাশে ওড়ার পাশাপাশি সমুদ্রের লোনাপানিতে দুবার পা ভেজানোর সুযোগ থাকে।

স্থানীয় লোকজন জানান, আজ সকাল থেকে বাতাস না থাকায় ‘ফ্লাই এয়ার সি’ নামের প্রতিষ্ঠানের প্যারাসেইলিং কার্যক্রম ঠিকমতো চলছিল না। এ জন্য বেশ কিছু পর্যটক দরিয়ানগর সৈকতে বাতাস শুরু হওয়ার অপেক্ষায় ছিলেন। বেলা একটার দিকে বাতাসের গতি কিছুটা বাড়লে এক নারী পর্যটক এতে অংশ নেন। শুরুতে বাতাসে ভেসে তিনি উঁচুতে উঠেছিলেন বেশ কিছু দূর। তবে এরপর হঠাৎ সমুদ্রের পানিতে পড়ে যান প্যারাসেইলসহ। এ সময় স্বেচ্ছাসেবকেরা পানি থেকে ওই নারীকে উদ্ধার করেন।

জেলা প্রশাসনের পর্যটন শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিজ ইনতেসার বলেন, প্যারাসেইলিং করতে গিয়ে ছিটকে পড়ে পর্যটক আহত হওয়ার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে যান। প্যারাসেইলিংয়ের কর্মীরা তড়িঘড়ি করে আহতকে সরিয়ে নেন। তবে নিয়ম অমান্য করে প্যারাসেইলিং কার্যক্রম পরিচালনার দায়ে মালামাল জব্দ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই প্যারাসেইলিং বন্ধ থাকবে।

ফ্লাই এয়ার সি স্পোর্টস প্যারাসেইলিংয়ের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ বলেন, প্যারাসেইল থেকে ছিটকে পড়ে কেউ আহত হননি। বাতাস কম থাকার কারণে সকাল থেকে  কার্যক্রম বন্ধ ছিল। বেলা একটার দিকে একজন নারী প্যারাসেইলিং করার মুহূর্তে বাতাসের গতি কম থাকায় পানিতে পড়ে যান। তবে তিনি আহত হননি। অভিযোগ পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিজ ইনতেসার ঘটনাস্থলে পৌঁছে অনির্দিষ্টকালের জন্য এই কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন।

শীর্ষনিউজ/বান্না