
shershanews24.com
প্রকাশ : ২৪ মে, ২০২৫ ০২:৫৫ অপরাহ্নশীর্ষনিউজ, ঢাকা: বিএনপি বাধ্যগত কোনো ঐক্য চায় না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।
শনিবার (২৪ মে) দুপুরে রাজধানীতে ‘গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় ত্রয়োদশ জাতীয় নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
মঈন খান বলেন, ‘মাত্র ৯ মাসের ব্যবধানে আজকের বাংলাদেশে এমন পরিস্থিতি কেন তৈরি হলো? দেশের ১৮ কোটি মানুষের সামনে একটি মাত্র সমাধান, গণতন্ত্রের উত্তরণ। এছাড়া দ্বিতীয় কোনো সমাধান নেই।’
বিগত ১৫ বছরে সঠিক নির্বাচন হয়নি, তাই দেশ সঠিক পথে যেতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, ‘আগে বিচারবিভাগকে কুক্ষিগত করে রাখা হতো। এখনও যদি তাই হয়, তাহলে পরিবর্তন কোথায়?’
বিএনপি নির্বাচন চেয়ে কোনো অপরাধ করেনি দাবি করে মঈন খান বলেন, ‘বাধ্যগত ঐক্য চায় না বিএনপি। বিএনপি বাংলাদেশের পরিবর্তন চায়। কিন্তু কোন পরিবর্তন সেটা আগে ঠিক করতে হবে।’
গণতন্ত্র, মানবাধিকার ও নির্বাচনের বিষয় মথায় রেখে সব সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বেলন, ‘সবাই সবকিছুতে একমত না হওয়ারই কথা। ডাইভার্সিটি ভুলে গিয়ে ইউনিটি করতে গেলেই স্বৈরাচারের জন্ম হয়। বিচার বিভাগের স্বাধীনতা না থাকলে গণতন্ত্র আছে বলা যায় না।’
শীর্ষনিউজ/ বান্না