শনিবার, ২৪-মে ২০২৫, ০৮:০৫ অপরাহ্ন
  • রাজনীতি
  • »
  • কয়েকজন উপদেষ্টা ড. ইউনূসকে বিতর্কিত করার চেষ্টা করছে: ডা. জাহিদ

কয়েকজন উপদেষ্টা ড. ইউনূসকে বিতর্কিত করার চেষ্টা করছে: ডা. জাহিদ

shershanews24.com

প্রকাশ : ২৪ মে, ২০২৫ ০২:৪৬ অপরাহ্ন

শীর্ষনিউজ, ঢাকা:  বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, কয়েকজন উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে বিতর্কিত করার চেষ্টা করছে। সরকারকে সেসব উপদেষ্টাদের লাগাম টেনে ধরতে হবে।

শনিবার (২৪ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, জুলাই অভুত্থানে যাদের ন্যূনতম অবদান নেই, তারা এখন বিদেশ থেকে এসে উপদেষ্টা হয়েছেন। পাশাপাশি তারা নানা বয়ান তৈরি করছে। এককভাবে সরকার কিছু করতে চাইলে স্বৈরাচার সরকারের মতো পরিস্থিতি হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, আচরণ ভালো হলে জনগণে আস্থা পাওয়া যায়। রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানানোর চেষ্টা করবেন না। বিএনপি এই সরকারকে সফল দেখতে চায়। এ সময় সেনাবাহিনীকে বিতর্কিত না করতে আহ্বানও জানান তিনি।

শীর্ষনিউজ/ বান্না