রবিবার, ২৫-মে ২০২৫, ০২:৩০ পূর্বাহ্ন
  • জাতীয়
  • »
  • এনবিআরে যৌথবাহিনী মোতায়েন

এনবিআরে যৌথবাহিনী মোতায়েন

shershanews24.com

প্রকাশ : ২৪ মে, ২০২৫ ০৮:০৮ অপরাহ্ন

শীর্ষনিউজ, ঢাকা: চার দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা ও কর্মচারীরা। এর পরিপ্রেক্ষিতে এনবিআরে যেকোনও বিশৃঙ্খলা এড়াতে পুলিশ, সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে।

শনিবার (২৪ মে) সকাল থেকেই আগারগাঁওয়ের এনবিআর ভবনে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা আসেন। তবে কাজ না করে শুরু করেন কর্মবিরতি।

এদিন বিকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, এনবিআরে নিরাপত্তা জোরদারে সেনাবাহিনী-পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে।

শনিবার সকাল থেকেই ঢাকার সব কর অঞ্চল, কাস্টম হাউজ ও ভ্যাট কমিশনারেটের কর্মকর্তা-কর্মচারীরা আগারগাঁওয়ে এনবিআরের নিচে কর্মবিরতির পাশাপাশি অবস্থান কর্মসূচি পালন করছেন। এছাড়া সারা দেশে সব অফিসেও একইভাবে কর্মসূচি পালিত হচ্ছে। কাস্টম হাউজে কোনও কাজ করা হচ্ছে না। এছাড়া ভ্যাট ও কর অফিসেও কোনও সেবা দেয়া হচ্ছে না। তবে ঘোষণা অনুযায়ী, রফতানি ও আন্তর্জাতিক যাত্রীসেবা কর্মবিরতির আওতামুক্ত রয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা।

শীর্ষনিউজ/এওয়াই