০৫:৪০ পূর্বাহ্ন শনিবার, ২৪-মে ২০২৫

মেহেরপুরের বিএনপির কাউন্সিল ঘিরে সংঘর্ষ গাড়ি ভাঙচুর

প্রকাশ : ২৩ মে, ২০২৫ ০৪:৫৫ অপরাহ্ন

শীর্ষনিউজ, মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. কামরুল হাসানের গাড়ি ভাঙচুরসহ তার পক্ষের কয়েকজন নেতা কর্মী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
আহতদের মধ্যে  মনোয়ারুল হোসেন চঞ্চল, আজিমুল বারি লাভলু, কাজী মিজান মেনন অন্যতম। সদস্য সচিব কামরুল হাসানের অনুসারীদের অভিযোগ  আমঝুপি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও তার ভাই সফিকুল ইসলামসহ তাদের কর্মী সমর্থকরা এ হামলা চালিয়েছে। তারা সম্মেলন স্থলে নেতাকর্মীদের আসতে বাঁধা প্রদান করেছে। প্রতিরোধ করতে গিয়েই হামলা শিকার হয়েছেন বলে জানিয়েছেন আহতরা।

ঘটনা জানতে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। 
খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 

শীর্র্ষনিউজ/এ. সাঈদ