০৩:৩০ পূর্বাহ্ন শনিবার, ২৪-মে ২০২৫

রাজবাড়ীতে পাইকারী বাজারে পেঁয়াজের দাম কমলেও খুচরা বাজারে প্রভাব পরেনি

প্রকাশ : ২৩ মে, ২০২৫ ০৭:২৫ অপরাহ্ন

শীর্ষনিউজ, রাজবাড়ী: গত এক সপ্তহে রাজবাড়ীর পাইকারী বাজারে পেঁয়াজের বাজার দর কমেছে। কিন্তু খুচরা বাজারে পেঁয়াজের দরে কোন প্রভাব পরেনি। গত সপ্তাহের চাইতে-চলতি সপ্তাহে জেলার পাইকারী বাজার গুলোতে মণ প্রতি দেশী হালি পেঁয়াজ মান ভেদে ৮০/১০০ টাকা পর্যন্ত কমে প্রতি মণ পেঁয়াজে  বিক্রি হচ্ছে ১ হাজার ৬ শ টাকা থেকে ১ হাজার ৭ শ টাকা পর্যন্ত। যা গত সপ্তাহে ১ হাজার ৭ শ থেকে ১ হাজার ৮ শ টাকায় বিক্রি হয়েছে। কেজিতে ২/৩ টাকা কমলেও খুচরা বাজারে  বর্তমানে ৫০ টাকা কেজিতেই বিক্রি করছেন ব্যাবসায়ীরা। পেঁয়াজের পাইকারী দর ওঠানামা করলেও গত দের মাস পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে।

পাইকারী ব্যাবসায়ীরা জানান,গত সপ্তাহের চাইতে এ সপ্তাহে  মণ প্রতি পেঁয়াজে ৮০/১০০ টাকা কমেছে। কেজিতে ২/ ৩ টাকা কমেছে।
খুচরা ব্যবসায়ীরা জানান,পাইকারী বাজারে সামান্য দাম কমেছে। তবে এ দর কমার কারনে খুচরা বাজারে তেমন প্রভাব পরেনি। আগের দামেই বিক্রি করা হচ্ছে।

শীর্ষনিউজ/প্রতিনিধি/এসপিআর