মোঃ আফজাল হোসেন, দিনাজপুর: দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার ৭নং শিবনগর ইউপির মধ্য সুলতানপুর (সিংড়া) গ্রামের প্রবীর গাঙ্গুলির ছেলে অর্নব গাঙ্গুঁলী (৯) কে বাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আহসান হাবিব বেত্রাঘাত করে জখম করেন।
গতকাল রোববার এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই ছাত্রের বাবা প্রবীর গাঙ্গুলি বাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আহসান হাবীব কে তার ছেলেকে মারধরের বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি কোন সদ্বউত্তর না দিয়ে গা ঢাকা দেন। তার ছেলে ঐ বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী। তিনি কোন সদ্বউত্তর না পেয়ে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ মনোয়ারা বেগম কে অবহত করলে তিনি কোন ব্যবস্থা গ্রহণ করেননি। এ বিষয়ে ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ মনোয়ারা বেগম এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি দু’পক্ষের মধ্যে মীমাংসা হয়েছে। এ দিকে প্রবীর গাঙ্গুলী তার ছেলেকে মারধরের ঘটনায় ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর আজ সোমবার একটি লিখিত অভিযোগ দাখিল করেন।
তিনি অভিযোগে উল্লেখ করেন, ইতিপূর্বে তার ছেলেকে কয়েকবার ঐ শিক্ষক মারধর করেন এবং আমি এর আগেও প্রধান শিক্ষিকা বরাবর বিষয়টি নিয়ে অভিযোগ করি, কিন্তু কোন সুষ্ঠু বিচার পাইনি। এই ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক এর সাথে কথা বললে, তিনি বলেন অভিযোগ পেয়েছি, প্রাথমিক শিক্ষা অফিসারকে তদন্ত করার নির্দেশ দিয়েছি।
শীর্ষনিউজ/রুবি