১১:৩৪ অপরাহ্ন সোমবার, ১৯-মে ২০২৫

মোংলায় প্রবাসীর জায়গা দখল, লুটপাট ও দোকানে তালা

প্রকাশ : ১৯ মে, ২০২৫ ০৭:৪৬ অপরাহ্ন

আবু হোসাইন সুমন, মোংলা: মোংলায় এক প্রবাসীর জায়গা দখল করে দোকান লুটপাট দোকানে তালা দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ভূমিদস্যু আজিজুল হাওলাদার ওরফে আজিজ মাওলানার বিরুদ্ধে। ঘটনাটি থানায় এজাহার দাখিল হয়েছে।

এজাহারের বিবরণে জানা যায়, মোংলা পোর্ট পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের পূর্ব শেলাবুনিয়ার কবি জসিম উদ্দিন সড়কে ২কাঠা জমি ক্রয় করেন দুবাই প্রবাসী সালাউদ্দিন সিন্দু-র কাছে । ২০১৯ সাল থেকে ওই জমি ভোগ দখল করে আসছেন সিন্দু। কিন্তু তিনি বিদেশে থাকার সুবাদে ওই জমির উপর লোলুপ দৃষ্টি পড়ে স্থানীয় ভূমিদস্যুর।এরপর থেকে ওই জমি নিজ দখলে নিতে আজিজ নানা অপতৎপরতা শুরু করে। এক পর্যায়ে গত ৯মে বিকেলে আজিজ গং ওই জমি দখলে নিতে সেখানে হামলা চালায়। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জায়গার উপরে থাকা ইলেকট্রিক পণ্যের দোকানঘর ভাংচুর করে আড়াই লাখ টাকা মূল্যের মালামাল লুটে নেয়। মালামাল লুটে নিয়ে দোকানটিতে তালা ঝুলিয়ে দেয়। ঘটনার পর ভুক্তভোগী পরিবার মে প্রথমে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। প্রতিকার না পেয়ে পরে গত ১৮ মে থানায় একটি এজাহার দাখিল করেন

বিষয়ে অভিযুক্ত আজিজুল হাওলাদারের বক্তব্য জানতে তাকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।   

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিসুর রহমান বলেন, এজাহার পেয়েছি, তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।  

 

শীর্ষনিউজ/প্রতিনিধি/এম কে