০৩:০৯ পূর্বাহ্ন সোমবার, ২৬-মে ২০২৫

কবি নজরুলের প্রজ্ঞা ছিলো বিশ্বজোড়া-যশোরের ডিসি

প্রকাশ : ২৫ মে, ২০২৫ ০২:৪২ অপরাহ্ন

শীর্ষনিউজ, যশোর প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী উপলক্ষে প্রাচ্যসংঘ যশোরে আলোচনা, গান ও কবিতা আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

২৪ মে শনিবার রাতে প্রাচ্যসংঘের ওবায়দুলবারি হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম। 

ডিসি বলেন, কাজী নজরুল ইসলাম আমাদের গর্ব, আমাদের অহংকার। তিনি বিদ্রোহের কবি, প্রেমের কবি, দ্রোহের কবি এবং সাম্যের কবি। নজরুল কোন একাডেমিক শিক্ষায় শিক্ষিত ছিলেন না এটা যেমন ঠিক, তেমনি কাজী নজরুল ইসলামের জ্ঞান ও প্রজ্ঞা ছিলো বিশ্বজোড়া।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান। তিনি বলেন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধে যেমন কাজী নজরুলের রচনা সমগ্র মুক্তিযোদ্ধাদের প্রেরণা যুগিয়েছিলো, তেমনি ২৪ জুলাই আন্দোলনেও আমাদের ছাত্রজনতাকে নজরুলের গান ও কবিতা উৎসাহ হিসেবে কাজ করেছে।

প্রাচ্যসংঘ যশোরের সভাপতি কবি কাসেদুজ্জামান সেলিমের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন  প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও প্রাচ্যসংঘ যশোরের প্রতিষ্ঠাতা লেখক, গবেষক, অ্যাক্টিভিস্ট বেনজীন খান। 

অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন প্রাচ্যসংঘ যশোরের সাধারণ সম্পাদক খবির উদ্দিন সুইট। কবি কাজী নজরুলের জীবনী পাঠ করেন প্রাচ্যসংঘ যশোরের কার্যনির্বাহী কমিটির মহিলা বিষয়ক সম্পাদক অধ্যাপক পারভীনা খাতুন।

আলোচনা পর্ব শেষে প্রাচ্য আকাদেমি ও প্রাচ্যসংঘ যশোরের শিল্পীরা কাজী নজরুল ইসলামের লেখা গান পরিবেশন ও কবিতা আবৃত্তি করেন।

শীর্ষনিউজ/এওয়াই