বুধবার, ২১-মে ২০২৫, ০৩:৪২ পূর্বাহ্ন
  • খেলা
  • »
  • মেসিবিহীন বার্সার জাদুকরী ‘১০ নম্বর’ কার?

মেসিবিহীন বার্সার জাদুকরী ‘১০ নম্বর’ কার?

shershanews24.com

প্রকাশ : ২০ মে, ২০২৫ ০৬:২৯ অপরাহ্ন

শীর্ষনিউজ, ক্রীড়া ডেস্ক: সাবেক ইংলিশ ও লিভারপুল ডিফেন্ডার জেমি ক্যারাগার বলছিলেন, ওর (লামিন ইয়ামাল) খেলা দেখে মনে হচ্ছিলো যেন প্রাইম মেসিকে দেখছি। বল পায়ে আঁকা-বাঁকা শৈল্পিক কারুকার্যে তিনি মুগ্ধ হয়েই এমনটি বলেছিলেন। রিও ফার্ডিনান্ড বললেন, খাঁটি প্রতিভা আমি বলতে পারি। মাত্র ১৭ বছর বয়স! অবিশ্বাস্য! 

বয়স বিবেচনায় লামিন ইয়ামাল যা করে চলেছেন, সেটি তো রূপকথার গল্পই। চোখধাঁধানো পারফরম্যান্সে স্পেনকে জিতিয়েছেন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। ২০২৪-২৫ মৌসুমে বার্সেলোনার হয়ে মাঠে নেমে ফুটবলের বড় শিল্পী হওয়ার ইঙ্গিতই দিচ্ছেন স্প্যানিশ এ তরুণ ফরোয়ার্ড। এরই মধ্যে দুটো লা লিগার শিরোপাও তার ট্রফির ক্যাবিনেটে।

চলতি মৌসুমে ঘরোয়া ট্রেবল জিতেছে বার্সেলোনা। মৌসুম শেষেই কাতালান ক্লাবটির সঙ্গে চুক্তির টেবিলে বসবেন ইয়ামাল। স্প্যানিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন, লম্বা সময়ের একটা চুক্তিই হতে যাচ্ছে এটি। যার রিলিজ ক্লজ হবে ১ বিলিয়ন ইউরো। চুক্তি হলেই ক্যারিয়ারের আরেকটি মাইলফলক পৌঁছাবেন এ স্প্যানিয়ার্ড। মেসির ঐতিহাসিক-আইকনিক ১০ নম্বর জার্সি উত্তরাধিকারসূত্রে পেতে যাচ্ছেন ইয়ামাল। তত দিনে অবশ্য ১৮-তে পা রাখবেন তিনি।

প্রতিবেদন বলা হয়েছে, ইয়ামাল জুলাইয়ে তার ১৮ তম জন্মদিন উদ্‌যাপন করবেন বার্সেলোনার সঙ্গে একটি দীর্ঘমেয়াদি চুক্তি করেই। কিংবদন্তি রোনালদিনহোর কাছ থেকে পেয়ে, ২০০৮-২০০৯ মৌসুমে থেকে ২০২০-২১ মৌসুম পর্যন্ত বার্সেলোনার আইকনিক ১০ নম্বর জার্সি পরেন মেসি। এ জার্সি পরেই একের পর এক ইতিহাস এবং ক্লাবটির ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় হয়ে ওঠেন মেসি। জেতেন ৭টি ব্যালন ডি’অর ও সর্বোচ্চ ট্রফি।

১৭ বছর বয়সী ইয়ামালও এরই মধ্যে নিজেকে ব্যালন ডি’অরের একজন সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। গত বছর স্পেনের হয়ে ইউরো জিতে বিশ্ব ফুটবলের সবচেয়ে উজ্জ্বল প্রতিভা হিসেবে পুরস্কার জিতেছেন। যেভাবে মেসি প্রায় ২০ বছর আগে আলোড়ন তুলেছিলেন। দুজনের মাঝে নানা দিক থেকে মিল থাকায় অনেকে ‘নতুন মেসি’ বলছেন ইয়ামালকে। মেসি বার্সেলোনায় ক্যারিয়ারের শুরুতে ৩০ নম্বর জার্সি পরেছিলেন, তারপরই পরেছিলেন ১৯ নম্বর। ইয়ামাল এখন পরছেন ১৯ নম্বর। দুজনের পরতে পরতে যেনো কত মিল।

২০২১-২২ মৌসুমে ১০ নম্বর জার্সি দেয়া হয় সম্ভাবনাময় আনসু ফাতিকে। কিছুদিন ঝলকও দেখিয়েছিলেন, কিন্তু চোটে থিতু হাতে পারেননি দলে। মাঝে ব্রাইটনে গিয়ে ধারেও খেলেছেন। ক্লাবে থাকবেন কি না তিনি, তা নিয়ে জেগেছে শঙ্কা। ১০ নম্বর জার্সিধারী একজন খেলোয়াড়ের জন্য যা বেমানানই। তাই ইয়ামাল শুধু একটি জার্সি নয়, একটি ঐতিহ্য বহন করতে যাচ্ছেন। যে জার্সি পরে হয়ে উঠেছিলেন মহাতারকা-কিংবদন্তি। এখন সময় বলবে, ইয়ামাল সে কিংবদন্তিকে কতটা ছুঁতে পারবেন। সামনে তার বিশাল চ্যালেঞ্জ, তবে তিনি বড় মঞ্চে নিজের জাত চিনিয়েছেন। চলতি মৌসুমে ৫৪ ম্যাচে ১৮ গোলের সঙ্গে করেছেন ২৫ অ্যাসিস্ট।

শীর্ষনিউজ/এওয়াই