
shershanews24.com
প্রকাশ : ২০ মে, ২০২৫ ০৩:৫৭ অপরাহ্নশীর্ষনিউজ, ঢাকা : পাকিস্তানের মাঠে তাদের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের বিষয়ে বাংলাদেশের প্রস্তাবে রাজি হয়েছে পাকিস্তান। পাঁচ ম্যাচের সিরিজ না হয়ে এই সিরিজ হবে তিন ম্যাচের সিরিজ।
ক্রিকেটারদের দাবির প্রেক্ষিতে পাঁচ ম্যাচের পরিবর্তে তিন ম্যাচ ও সবকটি ম্যাচ একই ভেন্যুতে আয়োজনে প্রস্তাব দেওয়া হয় পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি)।
পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে ২১ মে ইসলামাবাদ যাওয়ার কথা ছিলো বাংলাদেশের। কিন্তু সাম্প্রতিক ভারত-পাকিস্তান উত্তেজনায় পরিবর্তন হয় পুরো সূচির। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) পিছিয়ে ২৫ মে পর্যন্ত গড়ালে বাংলাদেশ-পাকিস্তান সিরিজও পিছিয়ে ২৭ মে আনা হয়।
বিসিবি ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় বসে। ক্রিকেটাররা পাকিস্তান সফরে যেতে রাজি থাকলেও, তাদের দাবি রয়েছে ঈদের আগেই দেশে ফেরার। কারণ, জুনের শুরুতেই ঈদুল আজহা। পিসিবির দেওয়া সংশোধিত সূচিতে সিরিজ শেষ হবে ৫ জুন। কিন্তু ৬ জুন ইসলামাবাদ থেকে ঢাকার সরাসরি কোনো ফ্লাইট না থাকায় ঈদের আগে দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। ফলে ক্রিকেটাররা বোর্ডের কাছে বিশেষ ফ্লাইট বা সূচিতে পরিবর্তনের দাবি জানান।
শীর্ষনিউজ/এনআরএফ