রবিবার, ২৫-মে ২০২৫, ০৮:২০ অপরাহ্ন
  • খেলা
  • »
  • রাতে মুখোমুখি লাহোর ও কোয়েটা, বৃষ্টির শঙ্কা
পিএসএল ফাইনাল

রাতে মুখোমুখি লাহোর ও কোয়েটা, বৃষ্টির শঙ্কা

sheershanews.com

প্রকাশ : ২৫ মে, ২০২৫ ০৩:০৬ অপরাহ্ন

শীর্ষনিউজ, ঢাকা: আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর ফাইনাল, যেখানে মুখোমুখি হবে শাহিন শাহ আফ্রিদির লাহোর কালান্দার্স ও সৌদ শাকিলের কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। ম্যাচটি শুরু হওয়ার কথা বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে। তবে আবহাওয়ার খারাপ পূর্বাভাসে শিরোপা নির্ধারণী এই ম্যাচ ঘিরে দুশ্চিন্তা দেখা দিয়েছে।

পাকিস্তানের আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ লাহোরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা থাকবে ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আবহাওয়া যদি প্রতিকূল থাকে, তবে ম্যাচ বারবার বন্ধ হতে পারে কিংবা পুরো দিনটাই বৃষ্টিতে ভেসে যেতে পারে।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এই ম্যাচে বাংলাদেশি দর্শকদের বাড়তি আগ্রহ রয়েছে, কারণ লাহোর কালান্দার্স দলে আছেন তিন বাংলাদেশি তারকা—সাকিব আল হাসান, রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজ।

এরই মধ্যে গতকাল লাহোরে ধূলিঝড় ও ঝড়ো বৃষ্টিতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে, যা আজকের ম্যাচ নিয়েও অনিশ্চয়তা তৈরি করেছে।

চ্যাম্পিয়ন দল পাবে ৫ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ কোটি ৮ লাখ টাকা), আর রানার্সআপ দল পাবে ২ লাখ ডলার (প্রায় ২ কোটি ৪৩ লাখ টাকা)। 

শীর্ষনিউজ/এনআরএফ