
shershanews24.com
প্রকাশ : ২৪ মে, ২০২৫ ১২:৩৬ অপরাহ্নশীর্ষনিউজ, ঢাকা : দুই মহাতারকা, দুই মহাসফল ক্যারিয়ার। বিশ্ব ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী—লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। দীর্ঘদিন ধরে ফুটবল ভক্তদের হৃদয়ে রাজত্ব করছেন যারা, সেই দুই কিংবদন্তিকে এবার একসঙ্গে একই দলে খেলার সম্ভাবনার কথা জানালেন স্বয়ং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
সম্প্রতি জনপ্রিয় ইউটিউবার ‘আইশোস্পিড’-এর সাক্ষাৎকারে ইনফান্তিনো বলেন, “রোনালদো ক্লাব বিশ্বকাপে খেলতে পারেন—এ নিয়ে আলোচনা চলছে। কে জানে, কোনো ক্লাব হয়তো তাকে দলে নিতে চায়। এখনও কয়েক সপ্তাহ বাকি আছে, সবই সম্ভব।” তিনি আরও যোগ করেন, “আমি চাই মেসি ও রোনালদো একসঙ্গে খেলুক। যদি তা হয়, সেটি হবে ফুটবল ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়।”
ফুটবলপ্রেমীদের জন্য এটি নিঃসন্দেহে এক স্বপ্নের দৃশ্য—যেখানে মেসি-রোনালদো কাঁধে কাঁধ মিলিয়ে একই দলের হয়ে মাঠে নামছেন। এই সুযোগ আসতে পারে ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপে, যা প্রথমবারের মতো ৩২ দলের অংশগ্রহণে যুক্তরাষ্ট্রে আগামী ১৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে।
ইন্টার মায়ামি, যাদের হয়ে বর্তমানে খেলছেন লিওনেল মেসি, আয়োজক দেশ হিসেবে সরাসরি অংশ নিচ্ছে এই প্রতিযোগিতায়। অপরদিকে, রোনালদোর ক্লাব আল নাসর কোয়ালিফাই করতে না পারায় তাঁর উপস্থিতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সৌদি আরব থেকে কেবলমাত্র আল হিলাল সুযোগ পেয়েছে।
তবে কিছুদিন আগে খবর ছড়ায়, ইন্টার মায়ামি নাকি রোনালদোকে দলে নিতে আগ্রহী। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানায়, ক্লাবটির সহ-মালিক ডেভিড বেকহাম বিষয়টি নিয়ে মেসির সঙ্গে আলোচনা করেছেন এবং মেসিও রোনালদোর সম্ভাব্য আগমনকে স্বাগত জানিয়েছেন।
শুধু রোনালদো নয়, রিয়াল মাদ্রিদের কিংবদন্তি মিডফিল্ডার লুকা মদরিচকেও ইন্টার মায়ামি দলে ভেড়ানোর আলোচনা চলছে বলে জানিয়েছে একই সূত্র।
ইন্টার মায়ামি তাদের বিশ্বকাপ যাত্রা শুরু করবে ১৪ জুন, মিশরের ক্লাব আল আহলির বিপক্ষে। এরপর মুখোমুখি হবে পর্তুগালের পোর্তো ও ব্রাজিলের পালমেইরাসের।
রোনালদোর বর্তমান চুক্তি জুনে শেষ হচ্ছে এবং আল নাসরের সঙ্গে নতুন চুক্তি নিয়ে আলোচনা চললেও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। যদিও তিনি ধারে অন্য ক্লাবে যাওয়ার পরিকল্পনা করছেন না, তবু গুঞ্জন আছে—তিনি সৌদি আরব ছাড়তে পারেন এবং হয়তো ব্রাজিলের কোনো ক্লাবে নতুন অধ্যায় শুরু করবেন।
পেলে-মারাদোনার পর, যাদের নাম যুগের পর যুগ উচ্চারিত হবে, সেই মেসি-রোনালদোকে কি আমরা শেষবারের মতো একসঙ্গে এক দলে খেলতে দেখবো? যদি সেটি হয়, তাহলে তা হবে শতাব্দীর সবচেয়ে আবেগঘন ও ঐতিহাসিক মুহূর্তগুলোর একটি।
শীর্ষনিউজ/এনআরএফ