রবিবার, ২৫-মে ২০২৫, ১০:২৩ অপরাহ্ন
  • আন্তর্জাতিক
  • »
  • সেভেন সিস্টার্সকে সিঙ্গাপুর বানানোর ঘোষণা আম্বানির

সেভেন সিস্টার্সকে সিঙ্গাপুর বানানোর ঘোষণা আম্বানির

sheershanews.com

প্রকাশ : ২৫ মে, ২০২৫ ০৮:০০ অপরাহ্ন

শীর্ষনিউজ, আন্তর্জাতিক: ভারতের শীর্ষ ধনী ব্যক্তি ও রিল্যায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ আম্বানি সে দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় সাত রাজ্যে বড় ধরনের বিনিয়োগের ঘোষণা দিয়েছেন। সেভেন সিস্টার্স নামে পরিচিত এ রাজ্যগুলোতে ৭৫ হাজার কোটি রুপি বিনিয়োগ করতে যাচ্ছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

চলতি বছর রাইজিং নর্থইস্ট ইনভেস্টর সামিটে গিয়ে আম্বানি জানান, এ রাজ্যগুলোতে যোগাযোগ ও ডিজিটাল উন্নয়ন করতে চাননি। ভবিষ্যতে এগুলো সিঙ্গাপুরের মতো হয়ে উঠবে বলে বিশ্বাস তার।

 ইকোনমিক টাইমস জানায়, রিলায়েন্স গ্রুপ ইতিমধ্যে গত চার দশকে এ অঞ্চলে ৩০ হাজার কোটি রুপি বিনিয়োগ করেছে। এবার সে পরিমাণ দ্বিগুণেরও বেশি বাড়িয়ে ৭৫ হাজার কোটি রুপি করা হয়েছে। আম্বানি বলেন, এ রাজ্যগুলোতে বিপুল সম্ভাবনা রয়েছে। এখন সময় এসেছে এ সম্ভাবনা জাগিয়ে তোলার। 

সেভেন সিস্টার্সের উন্নয়নে মোট ছয়টি প্রতিশ্রুতি দিয়েছেন আম্বানি। এর মধ্যে তিনি যোগাযোগ ও ডিজিটাল ক্ষেত্রে যোগাযোগ দিয়েছেন। তিনি বলেছেন, জিও ইতিমধ্যে এ অঞ্চলের ৯০ শতাংশ মানুষের কাছে পৌঁছে গেছে। সামনের দিনগুলোতে তিনি এটি আরও বাড়াতে চান। 

শীর্ষনিউজ/এওয়াই