
shershanews24.com
প্রকাশ : ২০ মে, ২০২৫ ০৭:২৪ অপরাহ্নশীর্ষনিউজ, ঢাকা: বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে চ্যালেঞ্জের সম্মুখীন হলেও কিছু ভালো পদক্ষেপে দেশের রেমিট্যান্স ও রফতানিতে সুদিন এসেছে।
তিনি বলেন, সরকারি-বেসরকারি সব ক্ষেত্রেই ১৫ বছর ধরে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সক্ষমতার ভিত্তি নষ্ট করা হয়েছে। স্থানীয় শিল্পের উন্নয়ন বাধাগ্রস্ত করা হয়েছে এবং বাজারের স্বাভাবিক প্রতিযোগিতার সক্ষমতাও নষ্ট করা হয়েছে।
মঙ্গলবার (২০ মে) হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘বাংলাদেশে প্রতিযোগিতা নীতি : সম্ভাবনা, প্রতিবন্ধকতা এবং এগিয়ে যাওয়ার পথ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য উপদেষ্টা এসব কথা বলেন।
শেখ বশিরউদ্দীন বলেন, ক্ষমতায় এসে আমরা চ্যালেঞ্জের সম্মুখীন হলেও কিছু ভালো পদক্ষেপে এখন দেশের রেমিট্যান্স ও রফতানিতে সুদিন এসেছে।
তিনি আরও বলেন, ১৫ বছরে প্রাতিষ্ঠানিক সক্ষমতা ধ্বংস হয়ে যাওয়ার ফলে আমাদের ক্রনিজ (ঘনিষ্ঠ বন্ধু দল) তৈরি হয়েছে। সম্পদের অসম্ভব রকম অসম বণ্টন তৈরি হয়েছে এবং এ অসম বণ্টন এমন কিছু ক্রনিজ তৈরি করেছে, যারা মার্কেটে নতুন প্রতিযোগীকে প্রবেশে বাধাগ্রস্ত করছে।
এ সময় তিনি বলেন, অন্য সব প্রতিষ্ঠানের মতো প্রতিযোগিতা কমিশনের সক্ষমতাও ধ্বংস করা হয়েছিলো। যে কারণে সাধারণ মানুষ খুব বেশি সুফল পায়নি। দেশের মানুষকে তাদের প্রাত্যহিক জীবনে প্রতিযোগিতার সুফল দিতে হলে এ কমিশনকে সে জায়গায় নিয়ে যেতে হবে।
বাজারে সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিতের তাগিদ দিয়ে উপদেষ্টা বলেন, অনেক অসাধু প্রতিষ্ঠান বাজারে যোগসূত্র তৈরি করে ছোট ছোট প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করছে। প্রতিযোগীদের দমিয়ে রাখতে কম দামে পণ্য বিক্রি করে তাদের ধ্বংস করছে। প্রতিযোগিতা কমিশনকে দোষীদের শাস্তি দিতে হবে।
শেখ বশিরউদ্দীন বলেন, যারা ভোক্তাদের জিম্মি করে, সরকারকে ভ্যাট-টাক্স ফাঁকি দিয়ে অবৈধভাবে উপার্জন করছে তাদের বিষয়ে কড়া পদক্ষেপ নেয়া দরকার। ব্যবসায়ীদেরও দেশের প্রতি দায়িত্বশীল হতে হবে। বাজারে সুষ্ঠু প্রতিযোগিতার চর্চা ও দেশের সম্পদের সুষ্ঠু বণ্টন করতে হবে।
প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান এ এইচ এম আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ড. মইনুল খান ও বাংলাদেশে ইউএনডিপির উপ-আবাসিক প্রতিনিধি সোনালি দয়ারাত্নে।
শীর্ষনিউজ/এওয়াই