
shershanews24.com
প্রকাশ : ২০ মে, ২০২৫ ০৮:৩৫ অপরাহ্নশীর্ষনিউজ, বাগেরহাট: বাগেরহাট জেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে ‘গণমাধ্যমে অপ-সাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রেস কাউন্সিল এর উদ্যোগে আজ মঙ্গলবার সকাল দশটায় “বাগেরহাট সার্কিট হাউস মিলনায়তনে" অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আবদুল হাকিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস কাউন্সিলের সচিব মো: আব্দুস সবুর, বাগেরহাটের পুলিশ সুপার তৌহিদুল আরিফ, অতিরিক্ত পুলিশ সুপার মো: মহিদুর রহমান, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সুপারিন্টেন্ডেন্ট মো: সাখাওয়াত হোসেন, জেলা তথ্য অফিসার মো.মইনুল ইসলাম। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ প্রদান করা হয়।
শীর্ষনিউজ/সাঈদ/এমকে