
shershanews24.com
প্রকাশ : ২০ মে, ২০২৫ ০৩:০১ অপরাহ্নশীর্ষনিউজ, সাতক্ষীরা : সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের মানবসম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতিকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২০ মে) দুপুর একটার দিকে তাকে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে কারাগারে পাঠানো হয়।
এর আগে শহরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী সাতক্ষীরা সদর থানার একটি নাশকতা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। ২০২৫ সালের ১৮ ফেব্রুয়ারি পুলিশ বাদী হয়ে মামলাটি নথিভুক্ত করে। আসামিকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে, আজ মঙ্গলবার আদালতে আসামির পক্ষে জামিন শুনানি হয়নি। পুলিশের পক্ষ থেকেও রিমান্ডের আবেদন করা হয়নি।
শীর্ষনিউজ/এনআরএফ