বুধবার, ২১-মে ২০২৫, ০২:৩৯ পূর্বাহ্ন
  • জেলা সংবাদ
  • »
  • নীলফামারীতে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

নীলফামারীতে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

shershanews24.com

প্রকাশ : ২০ মে, ২০২৫ ০৫:৪৫ অপরাহ্ন

শীর্ষনিউজ, নীলফামারী: নীলফামারী জেলার ডোমার উপজেলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ‘ডিসট্রেস্ড চিলড্রেন এন্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল (ডিসিআই)’ এবং ‘রাইটস এন্ড সাইট ফর চিলড্রেন (আরএসসি)’ নামের দুটি প্রতিষ্ঠান যৌতভাবে এই ক্যাম্পের আয়োজন করে। প্রতিষ্ঠান দুটি ২০০৭ সাল থেকে সমগ্র দেশব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান করে আসছে।
মঙ্গলবার (২০ মে) জেলা পরিষদ ডাক বাংলো মাঠে এ ক্যাম্পের আয়োজন করে। ক্যাম্প চলাকালীন সুবিধাবঞ্চিত মানুষদের যারা অর্থাভাবে চোখের ছানি অপারেশন, ঔষধ বা চশমার খরচ বহন করতে অক্ষম তাদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। ক্যাম্পে মরিয়ম চক্ষু হাসপাতাল, সৈয়দপুর এর চিকিৎসকরা চিকিৎসা প্রদান করেন।
উক্ত চিকিৎসা ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। তিনি বলেন, অত্র অঞ্চলের সুবিধা বঞ্চিত একটি মানুষও যেন চোখের বিনা চিকিৎসায় কষ্ট না পায় সে লক্ষ্যেই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এখন থেকে প্রতিটি মানুষই যেন চোখের যথাযথ চিকিৎসা সেবা পায় সে লক্ষ্যে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। কারো কোনো ধরনের চোখের চিকিৎসার প্রয়োজন হলে তার সাথে যোগাযোগ করলে সুচিকিৎসার যাবতীয় ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস প্রদান করেন।
তিনি বলেন, ‘খুব শীঘ্রই ডোমার ডিমলা এলাকাকে আমি অন্ধত্বমুক্ত এলাকা হিসাবে ঘোষণা দিতে চাই। এতে আপনাদের সবার সহযোগিতা কামনা করছি।’
এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা বিএনপি সভাপতি রেয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান, পৌর সভাপতি আনিছুর রহমান, সাধারন সম্পাদক মোজাফ্ফর আলী, বিএনপি নেতা ইউসুফ প্রধান প্রমুখ।
ক্যাম্পে প্রায়  সহস্রাধিক মানুষ সেবা গ্রহণ করেন। তাদের মধ্যে প্রায় চার শতাধিক ছানি রোগী ও ছয় শতাধিক চশমার প্রয়োজন এমন রোগী সনাক্ত করা হয়। তাদের মধ্য হতে মোট ৫৫০ জনকে ক্যাম্প হতে চশমা এবং ৬৫০ জনকে ঔষধ প্রদান করা হয়। সনাক্তকৃত ছানি রোগীদের আগামী ২১ ও ২৩ মে মরিয়ম চক্ষু হাসপাতাল, সৈয়দপুর এ অপারেশন করা হবে। 

শীর্ষনিউজ/প্রতিনিধি/এ. সাঈদ