বুধবার, ২১-মে ২০২৫, ০৪:০৩ পূর্বাহ্ন
  • জেলা সংবাদ
  • »
  • টেকনাফে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযান: বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র জব্দ

টেকনাফে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযান: বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র জব্দ

shershanews24.com

প্রকাশ : ২০ মে, ২০২৫ ০৪:১০ অপরাহ্ন

শীর্ষনিউজ, কক্সবাজার: টেকনাফে কোস্ট গার্ড ও পুলিশ সদস্যরা যৌথ অভিযান চালিয়ে ১ টি বিদেশি জি-৩ রাইফেল, ২ টি ম্যাগাজিন, ৫টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৯৭৫ রাউন্ড তাজা গোলা জব্দ করেছে। 
মঙ্গলবার (২০ মে) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার হতে নাফ নদী হয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও তাজা গোলার একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ২০ মে  মঙ্গলবার মধ্যরাত ১ টায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের অধীনস্থ  বিসিজি টেকনাফ  স্টেশন এবং পুলিশের সমন্বয়ে একটা টিম টেকনাফ স্থলবন্দর সংলগ্ন ১৪ নং ব্রীজ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ৪ জনকে কয়েকটি বস্তাসহ টেকনাফ স্থল বন্দরের বিপরীতে পাহাড়ে উঠতে দেখা যায়। এসময়, আভিযানিক দল  উক্ত ব্যক্তিদের থামার সংকেত দিলে তারা দৌড়ে পাহাড়ের গহীনে পালানোর চেষ্টা করলে যৌথবাহিনী তাদের ধাওয়া করে থামানোর উদ্দেশ্যে ৭ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এতে তারা অস্ত্র ও গোলাবারুদের ২ টি বস্তা রেখে পাহাড়ে পালিয়ে যায়।
পরবর্তীতে যৌথবাহিনীর সদস্যরা উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে ১ টি বিদেশি জি-৩ রাইফেল, ২ টি জি-৩ ম্যাগাজিন, ১ টি দেশীয় পিস্তল, ১ টি দেশীয় দু'নলা বন্দুক, ৩ টি দেশীয় একনলা বন্দুক এবং ৯৭৫ রাউন্ড জি-৩ রাইফেলের তাজা গোলা জব্দ করা হয়। অভিযান চলাকালীন সময় অস্ত্র পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত অস্ত্র, গোলা বারুদ ও সকল আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বাংলাদেশ কোস্ট গার্ড"র মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার (বিএন) হারুন-অর-রশীদ।


শীর্ষনিউজ/ এ. সাঈদ