শুক্রবার, ০৯-মে ২০২৫, ১১:০৩ অপরাহ্ন
  • জেলা সংবাদ
  • »
  • গভীর রাতে সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১০ জনকে বাংলাদেশে পুশব্যাক

গভীর রাতে সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১০ জনকে বাংলাদেশে পুশব্যাক

shershanews24.com

প্রকাশ : ০৪ মে, ২০২৫ ০৩:৩৩ অপরাহ্ন

শীর্ষনিউজ, জেলা: মেহেরপুর মুজিবনগর উপজেলার ভবেরপাড়া সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে শিশুসহ ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতরা জানায়, বিএসএফ সদস্যরা কাটাতারের বেড়া খুলে তাদের বাংলাদেশের মধ্যে ঠেলে দিয়েছে।

শনিবার (৩ মে) দিবাগত রাত ২ টার দিকে তাদেরকে আটক করে মুজিবনগর বিজিবি ক্যাম্পে নেয়া হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, আটক ১০ জনই বাংলাদেশি। এরা হলেন- যশোরের সাইফুল ইসলাম মুন্না, তাজ উদ্দীন মোল্লা, দেবদাস বিশ্বাস, রুপা বিশ্বাস ও জয়দেব বিশ্বাস, খুলনার সেজুতি রায় ও কৌশল্লা, নড়াইলের অরচনা রানী সরকার ও তারেক হোসেন এবং সাতক্ষীরার প্রসেনজিত দাস।

আটককৃতরা বিজিবিকে জানায়, তারা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে গিয়ে পুলিশের হাতে আটক হয়। পরে বিভিন্ন মেয়াদে তাদের সাজা দেয়ার পর বিএসএফ সদস্যরা কাটাতারের বেড়া খুলে তাদের বাংলাদেশের মধ্যে ঠেলে দিয়েছে। 

বিজিবি সূত্রে জানা গেছে, রাতে বিজিবি সদস্যরা টহলের সময় ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ দেখতে পান। এ সময় বাংলাদেশ সীমান্ত থেকে ১০ জনকে আটক করা হয়। অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের নামে মামলা দায়ের করে মুজিবনগর থানায় পাঠানো হয়েছে।

মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, অবৈধ অনুপ্রবেশের দায়ে আটককৃতদের মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে।

শীর্ষনিউজ