শুক্রবার, ০৯-মে ২০২৫, ০৯:০৯ অপরাহ্ন
  • জেলা সংবাদ
  • »
  • বাবাকে কুপিয়ে হত্যা করে পুলিশে ফোন দিলেন মেয়ে

বাবাকে কুপিয়ে হত্যা করে পুলিশে ফোন দিলেন মেয়ে

shershanews24.com

প্রকাশ : ০৮ মে, ২০২৫ ০৩:৪৫ অপরাহ্ন

শীর্ষনিউজ, ঢাকা: সাভারের মজিদপুর এলাকায় আব্দুর সাত্তার (৫৬) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে তার মেয়ে জান্নাত জাহান শিফা (২৩)। বৃহস্পতিবার ভোর রাতে সাভার পৌর এলাকার মজিদপুর কাঠালবাগান মহল্লার নূর মোহাম্মদ ভিলার ৫ম তলার ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। পরে এ ঘটনায় নিহতের মেয়ে নিজেই জরুরি সেবা ৯৯৯ নাম্বারে কল করে হত্যাকাণ্ডের বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে গ্রেপ্তার করে। নিহত আব্দুর সাত্তার নাটোর জেলার সিংড়া থানার ভগা গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।

থানা পুলিশ জানায়, ২০২২ সালে নাটোরের সিংড়া থানায় পিতার বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছিলো মেয়ে জান্নাত। সেই মামলায় দীর্ঘদিন জেল খেটে বের হয়ে আবারও মেয়ের সঙ্গে সাভারে ভাড়া বাসায় বসবাস শুরু করেন সাত্তার। সম্প্রতি আগের মামলার বিষয় নিয়ে বাবা-মেয়ের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হলে বৃহস্পতিবার রাতে বাবাকে ভাতের সঙ্গে ঘুমের ঔষধ মিশিয়ে খাওয়ালে সাত্তার ঘুমিয়ে পড়ে। এরপর ভোর ৪টার দিকে ধারালো অস্ত্র দিয়ে বাবাকে কুপিয়ে হত্যা করে। পরে ঘাতক মেয়ে নিজেই হত্যাকাণ্ডের বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিততের লাশ উদ্ধার করে এবং ঘাতককে গ্রেপ্তার করে।

ওই বাড়ির কেয়ারটেকার রহিজ উদ্দিন বলেন, গত ৫ মাস আগে বাবা ও মেয়ে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস শুরু করে। শুনলাম মেয়ে নিজেই ঘুমের ঔষধ খাইয়ে বাবাকে কুপিয়ে হত্যা করেছে।

সাভার মডেল থানার ডিউটি অফিসার আব্দুর রশিদ জানান, বৃহস্পতিবার ভোর রাত ৪টার দিকে ৯৯৯ কল করে এক মেয়ে জানান, আমি আমার বাবাকে হত্যা করেছি, আমাকে ধরে নিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে এবং মেয়েকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শীর্ষনিউজ