
shershanews24.com
প্রকাশ : ০৮ মে, ২০২৫ ০৩:৩৬ অপরাহ্নশীর্ষনিউজ, ঢাকা: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় মুখোশ পড়ে বিএনপির নেতার ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় তার ব্যবহৃত মোটরসাইকেলে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।
বুধবার (৭ মে) রাত ১০টার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের দেওভোগ এলাকায় এ ঘটনা ঘটে।
হামলার শিকার বিএনপির নেতার নাম মো. তুষার তালুকদার। তিনি চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার রাত ১০টার দিকে তুষার তালুকদার ভূঁঞাগাতি বাজার থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে দেওভোগ বাজার এলাকায় পাঁচ থেকে সাতজন অজ্ঞাত মুখোশধারী দুর্বৃত্ত তাকে মারধর করে। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেলে পেট্রোল ঢেলে আগুন দিয়ে দ্রুত দুর্বৃত্তরা ঘটনাস্থল ছাড়ে। পরবর্তী সময়ে স্থানীয় লোকজন তুষার তালুকদারকে উদ্ধার করেন।
তুষার তালুকদার বলেন, ‘আমাকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীরা হামলা চালিয়েছিল। কিন্তু রাস্তার লোকজন এগিয়ে আসায় তারা ব্যর্থ হয়েছে।’
রায়গঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জড়িতদের শনাক্তের কাজ চলছে। এখন পর্যন্ত থানায় মামলা করা হয়নি। মামলা হলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
শীর্ষনিউজ