১২:৪৪ পূর্বাহ্ন শুক্রবার, ২৩-মে ২০২৫

আসামি গ্রেফতারের ক্ষমতা পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের তদন্ত সংস্থা

প্রকাশ : ২২ মে, ২০২৫ ০৮:৫১ অপরাহ্ন

শীর্ষনিউজ, ঢাকা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের তদন্ত সংস্থাকে এই ট্রাইব্যুনালের মামলার আসামি গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) সংস্থাটিকে বিশেষ এই ক্ষমতা প্রদানের ব্যাপারে  সিদ্ধান্ত হয়েছে। 

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে সংঘটিত আন্তর্জাতিক অপরাধের বিচার করার উদ্দেশ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল গঠন করা হয়। এর আওতায় পড়ে যুদ্ধাপরাধ, গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ এবং শান্তির বিরুদ্ধে অপরাধ। ২০০৮ সালের সাধারণ নির্বাচনের সময় আওয়ামী লীগের অন্যতম রাজনৈতিক ইশতেহার ছিল যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু করা। সেই নির্বাচনে সরকার গঠনের পর প্রতিশ্রুতি অনুযায়ী আওয়ামী লীগের একজন সাংসদ ২০০৯ সালের ২৯ জানুয়ারি জাতীয় সংসদে যুদ্ধাপরাধীদের বিচারের প্রস্তাব পেশ করলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। অবশেষে বাংলাদেশের স্বাধীনতা লাভের ৩৯ বছর পর যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্তদের বিচারের জন্য ২০১০ সালের ২৫ মার্চ ট্রাইবুনাল, আইনজীবী প্যানেল এবং তদন্ত সংস্থা গঠন করা হয়। 

 

(শীর্ষনিউজ/এ. সাঈদ) 

এই পাতার আরো খবর