০১:২০ পূর্বাহ্ন শনিবার, ২৪-মে ২০২৫

বিভিন্ন জেলায় যাচ্ছে কুরবানির পশুর ট্রাক, অগ্রাধিকার ভিত্তিতে হচ্ছে পারাপার

প্রকাশ : ২৩ মে, ২০২৫ ০৬:৪৩ অপরাহ্ন

শীর্ষনিউজ, রাজবাড়ী: কুরবানির ঈদকে সামনে রেখে রাজবাড়ীসহ ২১ জেলা থেকে আসা পশুবাহী ট্রাকগুলো ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে।

গত দুই তিন দিন ধরে গরুবাহী ট্রাকে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুট হয়ে ফেরিতে অগ্রাধিকার ভাবে পারাপার করা হচ্ছে পশুবাহী ট্রাকগুলো।

বর্তমানে তিনটি ফেরিঘাট ১২ টি ছোট বড় ফেরি দিয়ে পারাপার করা হচ্ছে পশুর ট্রাকগুলো। সেই সাথে পণ্যবাহী, যাত্রীবাহী বাসও পারাপার করা হচ্ছে। যদিও এখনো পারাপারে কোন ধরনের প্রতিবন্ধকতা দেখা যায়নি।

ঈদের সময় আরো ঘনিয়ে আসলে যানবাহনের সংখ্যা বাড়বে। ফেরিঘাট ফেরির সংখ্যা বাড়ানোর প্রয়োজন হবে বলে জানান চালক গরু ব্যাবসায়ীরা। তাই ঈদের আগেই দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ঘাটের সংখ্যা ফেরির সংখ্যা বাড়ানো প্রয়োজন বলে মনে করেন তারা।

বিআইডব্লিউটিসি কতৃপক্ষ জানায়, কুরবানির ঈদের আগেই পশুবাহী ট্রাক পারাপার ঘরমুখী যাত্রী পারাপারে যেন কোন দুর্ভোগ না হয় সে কারনে ফেরির সংখ্যা বাড়ানো হবেঘাট এলাকায় থাকবে চার স্তরের আইনশৃঙ্খলা বাহিনী। তবে , নং সহ তিনটি ফেরিঘাট সচল রয়েছে। আশা করা হচ্ছে ঈদে পারাপারে কোন সমস্যা হবেনা।

 

শীর্ষনিউজ/প্রতিনিধি/এমকে