শীর্ষনিউজ, নড়াইল: নড়াইল সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, নড়াইল -২ আসনের সাবেক সংসদ সদস্য ও নড়াইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম আব্দুল কাদের শিকদারের ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা, দোয়া অনুষ্ঠান ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ মে) সকালে নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম।
আরো বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য আব্দুল কাদের সিকদারের সহধর্মিনী ও বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, নড়াইল জেলা শাখার সহ-সভাপতি লিমা কাদের শিকদার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. টিপু সুলতান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, নড়াইল সদর উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান আলেক, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, জেলা যুবদলের সভাপতি মো. মশিয়ার রহমান প্রমূখ।
আলোচনা সভা শুরুর আগে বিএনপির পক্ষ থেকে মরহুম কাদের শিকদারের কবর জিয়ারত করা হয়। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠি হয়। এসময় নড়াইল জেলা বিএনপি, উপজেলা বিএনপি, পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
শীর্ষনিউজ/এ. সাঈ