মো: আসাদুজ্জামান আসাদ, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বজ্রাঘাতে আলতাফুর রহমান (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
আজ বুধবার (২১ মে) বিকেলে উপজেলার লেহেম্বা ইউনিয়নের গাংগুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলতাফুর রহমান ওই গ্রামের মৃত ভূবন আলীর ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষক আলতাফুর রহমান বাড়ির পাশে মাঠে ধান কাটার কাজ করছিলেন। হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন ও বিদ্যুৎ চমকানো শুরু হলে তিনি ধানের আঁটি মাথা নিয়ে বাড়ি ফিরছিলেন। ওই সময় সেখানে বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে সন্ধ্যায় পরিবার ও স্থানীয়রা তার লাশ উদ্ধার করে বাসায় নিয়ে যায়।
মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন লেহেম্বা ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল মালেক। তিনি আরো জানান, এ ঘটনায় এলাকায় ও নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
শীর্ষনিউজ/প্রতিনিধি/এমকে