০৪:৩৩ পূর্বাহ্ন বৃহস্পতিবার, ২২-মে ২০২৫

ভেঙে ফেলা হলো শেখ মুজিবুর রহমানের মুর্তি

প্রকাশ : ২১ মে, ২০২৫ ০৭:৪৬ অপরাহ্ন

শীর্ষনিউজ, রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটিতে অবশেষে ভেঙে ফেলা হয়েছে শেখ মুজিবুর রহমানের মুর্তি। ৫ দিন ধরে মুর্তি ভাঙার কাজ চলার পর ২০ মে মঙ্গলবার সন্ধ্যায় রাঙ্গামাটি জেলা নির্বাচন অফিসের সার্ভার স্টেশনের সামনে নির্মিত মুর্তিটি ভেঙে উপড়ে ফেলা হয়।  

ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-জনতার ব্যানারে 'মার্চ ফর ফ্যাসিবাদী আইকন' কর্মসূচির মধ্য দিয়ে গত ১৬ মে শুক্রবার বিকেল থেকে মুর্তিটি ভাঙতে শুরু করে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার সদস্যরা।

৫ দিন ধরে মুর্তি ভাঙার কাজ চলার পর মঙ্গলবার সন্ধ্যায় মুর্তিটি স্ট্যান্ড থেকে ভেঙে পড়ার পর পরই উচ্ছাস প্রকাশ করতে দেখা যায় মুর্তি ভাঙার কাজে নিয়োজিতদের। 

ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার সমর্থকরা বলেন- সারাদেশের কোথাও ফ্যাসিবাদীর মূর্তি বা ভাস্কর্য নেই কিন্তু রাঙ্গামাটিতে এতোদিন পর্যন্ত ছিলো। এ মুর্তি অপসারণের জন্য দীর্ঘ ৯ মাস ধরে প্রশাসনকে অনুরোধ করা হয়েছে। কিন্তু কার্যকর কোন পদক্ষেপ নেয়া হয়নি। অবশেষে রাঙ্গামাটির ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা মূর্তি অপসারণের পদক্ষেপ নিয়েছে। মুর্তিটা অবেশেষে ভেঙে ফেলা হয়েছে। এতে আন্দোলন সফল হয়েছে।

এর আগে গত ১৫ মে শেখ মুজিবর রহমানের মুর্তি অপসারণ চেয়ে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছিলো ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা নেতারা। শুক্রবার (১৬ মে) বিকেল থেকে মুর্তি ভাঙার কাজ শুরু করেন আন্দোলনকারীরা।

শীর্ষনিউজ/এওয়াই